এস কে সুর ও শাহ আলমের বক্তব্য রেকর্ড করেছে দুদক
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুন বগিচায় মঙ্গলবার (২৯ মার্চ) কমিশনের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব মো. মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হককে গত বছর গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দিতে এস কে সুর চৌধুরী ও শাহ আলমের নাম উঠে আসে। এ কারণে তাদের দুদকে আসতে বলা হয়েছিল। তারা আজকে এসেছিলেন। তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা এ বক্তব্য যাচাই-বাছাই করবেন ও পরবর্তী পদক্ষেপ নেবেন। রাশেদুল হকের জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কর্মকর্তা আইনগত ব্যবস্থা নেবেন।’
সচিব বলেন, ‘এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত পেলে সেটা আমলে নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পি কে হালদার সংশ্লিষ্টতায় আইএলএফএসএল থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে ২২টি মামলা করেছে দুদক। এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১২টি মামলা হয়েছে। সর্বশেষ ৩৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১২ জন আসামি গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ১০ জন জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতে এক হাজার কোটি টাকা সমমূল্যের সম্পদ ফ্রিজ ও ক্রোক করা হয়েছে। ৬৪ জনকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩৩ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের নোটিশ জারি করা হয়েছে। আগামীতে যে নামগুলো আসবে, পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এমএ/টিটি