অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির উপর জোর ঢাকা-কলম্বোর
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রাথমিক সমাপ্তির উপর জোর দিয়েছে ঢাকা-কলম্বো। মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে তারা এ বিষয়ে জোর দেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তার শ্রীলঙ্কার সহকর্মী অধ্যাপক জিএল পেইরিস অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রাথমিক সমাপ্তির উপর জোর দিয়েছেন। ড. মোমেন বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বাণিজ্যিক শিপিং লাইন এবং ক্রুজ শিপিং শুরু করার উপর জোর দেন।
এয়ার টিকিটের উচ্চমূল্য দুই দেশের পর্যটন প্রচারে বাধা সৃষ্টি করছে বলেও ড. মোমেন উল্লেখ করেন। তিনি বাংলাদেশের রপ্তানি বাস্কেটকে বহুমুখীকরণ ও সম্প্রসারণের প্রস্তাব করেন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী উভয়পক্ষের সুবিধার জন্য বাংলাদেশি বাণিজ্যপণ্য পরিবহনের জন্য কলম্বো বন্দরকে আরও ভালোভাবে ব্যবহারের জন্য বাংলাদেশের নেতৃত্বের অবস্থানের উপর জোর দেন এবং প্রতিধ্বনিত করেন। তিনি গত বছরের নভেম্বরে ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন।
ড. মোমেন উষ্ণ আতিথেয়তার জন্য তার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের আগে বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য অভিনন্দন জানান।
উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন সুবিধার জন্য বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করতে সম্মতি প্রকাশ করেন।
আরইউ/আরএ/