রোহিঙ্গাদের জন্য ৮৮১ মিলিয়ন ডলার চাইবে ইউএনএইচসিআর
রোহিঙ্গাদের জন্য ৮৮১ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল চাইবে জাতিসংঘের শরাণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও পার্টনার সংস্থাগুলো।
মঙ্গলবার (২৯ মার্চ) ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ইউএনএইচসিআর জানায়, জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় এ সহায়তা চাওয়া হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত প্রায় ১৪ লাখ মানুষের সহায়তার জন্য এই ৮৮১ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল চাওয়া হচ্ছে।
বাংলাদেশ সরকারের নেতৃত্বে জেআরপি অনুযায়ী কাজ করবে ১৩৬টি সংস্থা। এর মধ্যে বাংলাদেশি সংস্থা আছে ৭৪টি।
ইউএনএইচসিআর ও পার্টনার সংস্থাগুলো নিশ্চিত করতে চাচ্ছে বিশ্ব যেন রোহিঙ্গা সংকটকে ভুলে না যায়। সেজন্য শরণার্থীদের ও তাদের আশেপাশে থাকা স্থানীয় জনগণের প্রয়োজন মেটাতে চলমান অর্থায়ন ও সহায়তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে মনে করে ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর জানায়, এই মানবিক সংকটের সমাধান শেষ পর্যন্ত মিয়ানমারেই নিহিত। তাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ সৃষ্টিতে ইউএনএইচসিআর ও পার্টনার সংস্থাগুলো মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের উপস্থিতি বজায় রেখেছে।
যতদিন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরতে না পারছে, ততদিন তাদের জীবন রক্ষাকারী সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তা অতীতের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইউএনএইচসিআর।
আরইউ/আরএ/