রোহিঙ্গা সংকট সমাধানে সদিচ্ছা দেখায়নি মিয়ানমার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ফটো
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার এখনো রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারেনি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২৯ মার্চ) রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও পার্টনার সংস্থাগুলোর আয়োজনে জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) ভার্চ্যুয়াল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
রাখাইনে অনুকূল পরিবেশ ও আত্মবিশ্বাস তৈরি না হলে বাস্তুচ্যুতরা তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন বেছে নেবে বলে আশা করা যায় না এমন অভিমত ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংকট সমাধান এবং বাংলাদেশকে এই বোঝা থেকে মুক্তি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব থেকে পিছপা হওয়া উচিত নয়। বাংলাদেশের পক্ষ থেকে আমরা সংকটের স্থায়ী সমাধানে যেকোনো উদ্যোগকে সহায়তা দিতে প্রস্তুত আছি।
প্রয়োজনের ভিত্তিতে ভাসানচর থেকে রোহিঙ্গাদের চলাচলের ব্যবস্থাও করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এক হাজার রোহিঙ্গা প্রয়োজনের ভিত্তিতে ভাসানচর থেকে কক্সবাজারে বিভিন্ন সময়ে ভ্রমণ করেছেন। জানাজা, বিয়ের অনুষ্ঠানে যোগদান, পরিবারের সদস্যদের চিকিৎসা ইত্যাদির কারণে তারা সেখানে ভ্রমণ করেছেন।
তবে এসব কোনো সমাধান নয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসনই হলো একমাত্র সমাধান।
আরইউ/আরএ/