ডা. বুলবুল হত্যার প্রতিবাদে মানববন্ধন
গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. বুলবুল হত্যার প্রতিবাদে ও বুলবুলের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মানববন্ধন করছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করে সংগঠনটি।
এর আগে রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে শেওড়াপাড়ায় তার বাসার কাছে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুল নিজের কাজে ঢাকার বাইরে যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হন। তখনই তিনি হামলার শিকার হন।
দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বুলবুল। ১৯৯৭ সালে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকায় চলে যান। সেখানে মগবাজারে একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেন। তিনি মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন।
আরও পড়ুন>>>
ছুরিকাঘাতে খুন ‘গরিবের ডাক্তার’ বুলবুল
ডা. বুলবুল হত্যা মামলার প্রতিবেদন ২৭ এপ্রিল
রংপুরে বুলবুলের ছবি হাতে নিয়ে মায়ের আহাজারি
এনএইচবি/আরএ/