শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মুরাদকে গ্রেপ্তারের দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ

মুরাদ হাসানকে গ্রেপ্তারে বিক্ষোভ

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। ডা. মুরাদ দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে কটূক্তি করেছেন। তার অনেক দুর্নীতি আছে। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে থলের বেড়াল বেরিয়ে আসবে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামব আমরা।

বিমানবন্দর থানার এসআই সাজ্জাদ শাকিল জানান, কিছু লোক সড়কে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি।

এরপর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। তবে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথে রওনা দেন। কিন্তু আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার রয়েছে।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইনসের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন। তবে নির্ধারিত ওই বিমানটি অবতরণ করলেও ওই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

এনএইচ/টিটি

Header Ad
Header Ad

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রাজনৈতিক কারণে দেশে শেষ টেস্ট ম্যাচটিও খেলতে পারলেন না। তার ওপর এবার আরোপিত হলো আর্ন্তজাতিক নিষেধাজ্ঞা।

বোলিং টেস্টে দ্বিতীয় বারের মতো অসঙ্গতি ধরা পড়ায় আপাতত আন্তর্জাতিক বোলিং ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে গেল দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিবের।

চেন্নাইয়ে নেওয়া টেস্টে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, পরপর দুইটি বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে মাঠে নামতে বাধা নেই তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা।

 

Header Ad
Header Ad

হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনও ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন।

সুলিভান বলেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমি বিনয়ের সাথে এই অভিযোগটি প্রত্যাখ্যান করছি। এ সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের নানা দিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

এর আগে, আগস্টে হোয়াইট হাউজের পক্ষ থেকেও হস্তক্ষেপের অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়। মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন সম্পৃক্ততা ছিল না। এই ধরনের অভিযোগ মিথ্যা।

গত ১১ আগস্ট ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা শেখ হাসিনার বক্তব্য যোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তার পতনে ভূমিকা পালন করেছে। কারণ যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়।হাসিনা তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

যদিও সাবেক প্রধামন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছিলেন, তার মা কখনোই এই ধরনের কোনো কথা বলেননি।

গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যাক সুলিভানের ফোনালাপ হয়। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের । ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সকালে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

নায়েবে আমির বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ করে দেন। আপনারা নিরাপদে থাকতে পারবেন, অমুসলিমদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমির জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জেলা শুরা সদস্য মীর হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, নায়েবে আমির বাদশা ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, কুমিল্লা মহানগর শুরা সদস্য খোরশেদ আলম মজুমদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাউসার আলম প্রমুখ।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব
হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা  
বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির
পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  
হাসিনার আমলে ‘কাঁটা তারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয়’
উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ  
দিনাজপুরের বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 
মাহফিলে যোগ দিতে সিলেটে মিজানুর রহমান আজহারি
২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু  
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বাংলাদেশীদের লক্ষ্য করে সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ
বসুন্ধরার মালিককে নিজ হাতে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান
হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?
‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’
২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!
অন্তর্বর্তী সরকার মানুষের কথা বোঝে না: মান্না  
বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক