এফএও আঞ্চলিক সম্মেলন
ডিজিটাইজেশন হাব করার প্রস্তাব বাংলাদেশের
বাংলাদেশের পক্ষ থেকে একটি আঞ্চলিক ‘ডিজিটাইজেশন হাব’ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।
তিনি বলেন, ‘ডিজিটাইজেশন হাব-এর মাধ্যমে দেশের কৃষি প্রযুক্তিকে আরও উন্নত এবং কৃষকদেরকে আরও দক্ষ করে তোলা হবে। কৃষির উন্নয়নে ভূমিকা রাখবে।’
বুধবার (৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে সচিব পর্যায়ের বৈঠক শেষে নির্ধিারিত সংবাদ সম্মলনে এ কথা জানান কৃষি সচিব।
এফএও ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। চারদিন ব্যাপী এই সম্মেলনের প্রথম দুই দিন ছিল সচিব পর্যায়ের বৈঠক। মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ)।
সংবাদ সম্মেরনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, ‘এটি প্রাথমিক পর্যায়ের প্রস্তাব। এর গঠন কাঠামো কেমন হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না। এ সময় দুই দিনের আলোচনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।’
কৃষি সচিব বলেন, ‘দুই দিনের সেশনগুলোতে নিরাপদ খাদ্য, কোভিড পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা বৃদ্ধি, জলবায়ুর প্রভাব মোকাবিলায় সমন্নিত প্রচেষ্টার কথা উঠে এসেছে।’
এর আগে ৩৬তম এপিআরসি কনফারেন্স সেক্রেটারি শ্রীধার ধর্মপুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদনে সদস্য দেশের সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কোভিড পরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় সবার সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
বৃহস্পতিবার সকালে শুরু হচ্ছে দুই দিনের (১০-১১ মার্চ) মন্ত্রি পর্যায়ের বৈঠক। মন্ত্রি পর্যায়ের বৈঠকের উদ্বোধন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সংযুক্ত আরব-আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকের উদ্বোধন করবেন।
এনএইচবি/এমএমএ/