বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘একটা হাত গেলেও ভাইকে যদি দেখতে পেতাম...’

‘আমার ভাইরে একটা হাতও যদি চলে যাইত, একটা পা ও যদি চলে যাইত আমরা কামাই (আয়) করে খাওয়াইতাম। ওভাই তুই কই। আমার বুকটার ভিতরে কেমন করে ভাই। আমাকে কে গাইডলাইন করবে ভাই। ও ভাই তুই কোথায়।’

এভাবেই আর্তনাদ করছিলেন ইউক্রেন রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক হাদিসুর রহমানের (আনিস) ছোট ভাই গোলাম মওলা প্রিন্স।

বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে বাংলার সমৃদ্ধির বাকি ২৮ জন নাবিক দেশে ফেরেন। এই জাহাজে ২৯ জন নাবিক ছিলেন। তাদের সকলের এক সঙ্গেই আসার কথা ছিল।

সহকর্মীরা এলেও হাদিসুর রহমানের লাশ কফিনেই রয়ে গেল ইউক্রেনে। দেশে ফেরার পর অন্য নাবিকদের স্বজনরা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন কিন্তু হাদিসুরের পরিবারের আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাদিসুর রহমান আনিসরা চার ভাই বোন। সবার বড় বোন এরপর দ্বিতীয় সন্তান ছিলেন আনিস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন হাদিসুর রহমান। অন্য দুই ভাই তারেক ও গোলাম মওলা প্রিন্স লেখাপড়া করছেন। দুই ভাই ও বৃদ্ধ বাবা-মার একমাত্র উপার্জনকারী এখন না ফেরার দেশে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিইপি গেটের সামনে অপেক্ষমান গণমাধ্যমর্কীদের সামনে এসে ভাই ভাই করে চিৎকার করতে থাকেন গোলাম মওলান প্রিন্স। বুক চাপড়ে বলতে থাকেন ‘একটা মাত্র ভাই আমার, ভাই কই। এই বুকটা ফাইটা যায়, এই বুকটার মধ্যে কেমন করে, বুকটার ভেতরে কেমন করে। আমার ভাইকে চাই। আমার ভাই যে কবে আসবে। আমার বুকটা কেমন করে। পরিবারের একমাত্র অবলম্বন ছিল আমার ভাই। আমার ভাই কত কষ্ট করছে আমার জন্য। ও ভাই ভাই যখন কেবিনে আসা যাওয়া করতাম, বাড়িতে ভাইয়ের বুকে মাথা রেখে ঘুমাতাম, ও ভাই। আমার ভাই কইত তোদের নিয়ে তো স্বপ্ন দেখি ভাই, তোরা বেলাইনে (বিপথে) যাবি না। ও ভাই কার বুকে মাথা রাখব। ভাই গো...আমার ভাইরে দেখাও।’

‘প্রতিদিন রাত ২টায় কথা হইতো এরপর ঘুমাতাম। একবার যদি ভাইডারে দেখতে পেতাম। ২৮ জন আসছে আমার ভাই আসার কথা না? যদি একটা হাত ও যাইত, পাও যাইত আমরা দুইভাই কষ্ট করে খাওয়াইতাম। তুই বয়ে (বসে) থাকতি। তুই যে গাইড লাইন দিতি সেই গাইড লাইনেই থাকতাম। কে সাপোর্ট দেবে ভাই।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুইদিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকে যায়।

এসএম/এমএমএ/

Header Ad
Header Ad

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ছবিঃ সংগৃহীত

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সাথে বাংলাদেশের সীমান্তঘেঁষা উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য আসামে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৫।

বুধবার দিবাগত রাত ২ টা ২৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে এক বার্তায় জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। বার্তায় বলা হয়েছে, আসামের মরিগাঁও জেলায় ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিক কারণে আসাম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতের এই উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটিকে ‘সিসিমিক জোন ফাইভ’-এর অন্তর্ভুক্ত করেছে, এর অর্থ উচ্চঝুঁকিপূর্ণ এলাকা।

আগের দিন মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গোপসাগরের তলদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূকম্পের কম্পণ অনুভূত হয়েছিল পশ্চিম বঙ্গ ও বাংলাদেশেও।

Header Ad
Header Ad

মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

 

এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ায় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ন্যায়বিচারের দাবি জানান তারা।

এর আগে, বিকেলে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিশু আলি ও আকিব আল হাসানসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Header Ad
Header Ad

হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে হাঁসের মাংস ও রুটি খেয়ে এক পরিবারের ১২ জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কেউ নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মৃধার বাড়িতে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছেন মো. শাহজাহান মৃধা (৭০), নুর ভানু (৬৫), পান্না আক্তার (২৭), আকলিমা বেগম (২০), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪), মরিয়ম (৪), পলি আক্তার (১৬), পিংকি বেগম (২৫) ও মো. নিশান (২৮)।

হাসপাতালে চিকিৎসাধীন পলি আক্তার জানান, সন্ধ্যায় পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে যান। ফিরে এসে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়েন। খাওয়ার পরপরই দুই শিশু বমি করলেও তখন বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। পরে জ্ঞান ফিরে দেখেন, তারা হাসপাতালে। পরিবারের সদস্যদের ধারণা, তাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে পরিবারের তিনটি পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়েন। রাতে অন্য সদস্যরা বাড়ি ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ঘরে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে কিনা, তা তারা নিশ্চিত করতে পারেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, শিশুসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা