আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল ইউসেপ বাংলাদেশ
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের তাৎপর্য তুলে ধরতে দিবসটি বিশেষভাবে উদযাপন করল ইউসেপ বাংলাদেশ। এ উপলক্ষ্যে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারভিন মাহমুদ এফ সি এ, বিশেষ অতিথি এভারেষ্ট বিজয়ী নিশাত মজুমদার, জাহিদা ইস্পাহানি, মাফরুহা সুলতানা ও জিতেন্দ্র লাল ভৌমিকসহ আরও অনেকে ।
আলোচনা সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি পারভীন মাহমুদ এফ সি এ। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের উদ্দেশ্য হলো নারীর অধিকার রক্ষায় সমতা ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলা। তিনি আরও বলেন, বর্তমান নারী নেতৃত্ব দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে যা একজন পুরুষের পক্ষে সম্ভব হতো কিনা সন্দেহ।
সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আবদুল করিম বলেন, সমতার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। আর নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের স্থান বিশ্বে সপ্তম। তিনি বাংলাদেশে নারীদের অবস্থার উন্নয়নে বর্তমান সরকারের প্রশংসা করেন। সরকারের নারী উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হিসাবে ইউসেপ বাংলাদেশ সমতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
তামান্না মাহমুদ রীমার সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ইউসেপ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
কেএফ/