পাঠকের ভালোবাসায় ৩য় বর্ষে পদার্পণ করল ঢাকাপ্রকাশ
৩য় বর্ষে পদার্পণ করল ঢাকাপ্রকাশ
গণমাধ্যম আধুনিক সমাজের একটি অপরিহার্য অংশ। সমাজের উপরিকাঠামো, অবকাঠামো কিংবা মানবীয় আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমানুষের তথ্য, শিক্ষা, বিনোদনসহ নানাধর্মীয় চাহিদা মেটায় গণমাধ্যম। গণমাধ্যম জনগণকে প্রভাবিত করে, বিভিন্ন বিষয়ে সচেতন করে এবং স্বপ্ন দেখায়।
গণমানুষ তাদের যাপিত জীবনের বিভিন্ন দিক নির্দেশনা পায় গণমাধ্যমের কাছ থেকে। সামাজিক জীবনের নানা সমস্যা মোকাবেলায় গণমাধ্যম সহযোগী হাতিয়ার হিসেবে কাজ করে। সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার, অজ্ঞতা ও ক্সবষম্য দূরীকরণে গণমাধ্যম কাজ করে।
২০২১ সালের ১ ডিসেম্বর তেমনই কিছু ঘটনাবহুল বিষয় নিয়ে সত্য সংবাদের প্রজ্জ্বলিত আলোক ঝাণ্ডা উঁচিয়ে আত্মপ্রকাশ করে দেশের স্বনামধন্য ও পাঠকনন্দিত অনলাইন পত্রিকা ‘ঢাকাপ্রকাশ’। সুস্থ সংবাদ, বিবর্ণ ঘটনাপ্রবাহের ক্ষুরধার বর্ণনা ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ২য় বছর পেরিয়ে আজ ১ ডিসেম্বর সফলতা ও অর্জনের ৩য় বছরে পদার্পণ করলো ‘ঢাকাপ্রকাশ’।
ঢাকাপ্রকাশ আজ কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার বিশ্বস্ত দিশারি। মিথ্যার বেসাতিদের রক্তবর্ণ চক্ষুকে উপেক্ষা করে জিঞ্জির ভেদ করা আলোর মশালধারী। যে আলোর রং সত্য, সুন্দর এবং গণমানুষের ভালোবাসায় সিক্ত অনিন্দ্য উপমার সংমিশ্রণ। আর তাই ঐতিহ্য ও সমৃদ্ধির ২য় বছর পেরিয়ে বিশ্বাস ও ভালোবাসার এই জায়গাকে সমুন্নত রেখে ঢাকাপ্রকাশ এগিয়ে চলেছে আপন গতিতে- স্বমহিমায় জাতির স্বপ্ন ও স্বার্থকতার পথে। পাঠকদের ভালোবাসায় এ যাত্রা বহমান থাকবে চিরকাল। পাঠকরাই আমাদের শক্তি, আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।