মেট্রোরেল ভ্রমণ করলেন প্রায় তিনশ সাংবাদিক
ছবি: সংগৃহীত
মেট্রোরেল ভ্রমণ করেছেন রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় তিনশ সাংবাদিক। এসময় প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করে উত্তরা উত্তর স্টেশনে নেমে মেতেছিলেন তুমুল আড্ডায়। সঙ্গে ছিল সংগীত শিল্পী বৃষ্টি দে’র কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা। প্রায় দেড় ঘণ্টার ওই আড্ডায় সিনিয়র সাংবাদিকরাও যোগ দেন।
রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় প্রেস ক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা। স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনাতেই আস্থা’ এ ব্যানারে মেট্রোরেল ভ্রমণ করেন তারা।
বাংলাদেশের এগিয়ে যাওযাকে সমর্থন জানিয়ে শেখ হাসিনাতেই আস্থা রাখতে চান বাংলাদেশের মানুষ। দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাংবাদিক সমাজও ‘শেখ হাসিনাতেই আস্থা’ রাখতে চান।
মেট্রোরেল ভ্রমণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা ছিলেন।
সকালের নাস্তা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গানের শেষে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন। সবশেষে সাংবাদকিরা বেলা ১১টা ১০ মিনিটের মেট্রোরেল চড়ে আবারও প্রেস ক্লাব পৌঁছান।