জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সিনিয়র সাংবাদিক কামরুল লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে কয়েকদিনের মধ্যে ভারতে নেওয়ার প্রস্তুতিও চলছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩ মেয়ে) গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ কিছু সময়ের জন্য জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছিল।
কামরুল ইসলাম সাংবাদিকতা শুরু করেন দৈনিক সংবাদে। অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। সেখানে তিনি বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২২ সালে ডিসেম্বরে তিনি অবসরে যান।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামে দীর্ঘসময় সভাপতি ছিলেন কামরুল ইসলাম। কর্মজীবনে তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।
এদিকে সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এক শোক বার্তায় ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সংবাদ মাধ্যমের রূপান্তরের এই সময়ে তার মতো পথিকৃৎ সাংবাদিক ও সংগঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। কামরুল ইসলাম চৌধুরীর শূণ্যতা সহসাই পূরণ হওয়ার নয়।
এনএইচবি/এএস