সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন

জনমানুষের বিষয় নিয়ে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে নিউজ নেটওয়ার্ক।
সোমবার (২০ মার্চ) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার প্রথম দিনে সরকার, সুশাসন, মানবাধিকার, প্রান্তিক মানুষকে সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
আগামীকাল মঙ্গলবার আলোচনা হবে অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ দূষণের ক্ষতিকারক বিষয় এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা, ঘৃণামূলক বক্তব্য, তথ্য এবং ভুল তথ্য বিষয়ে।
বুধবার শেষ দিনে সংবাদের তথ্য সংগ্রহের কৌশল, নিরপেক্ষতা, তথ্যের নির্ভুলতা ও ন্যায্যতা বিষয়ে আলোচনা হবে।
কর্মশালায় বিভিন্ন দৈনিক, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার ২৫ জন্য সাংবাদিক অংশ নিয়েছেন।
কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল ও ইউএসএআইডির সহযোগিতায় এই কর্মশালার উদ্বোধন করেন কাউন্টার পার্টের মাঈন উদ্দিন আহমদ। সূচনা বক্তব্য দেননিউজ নেটওয়ার্কের সম্পাদক ও সিইও শহিদুজ্জামান প্রমুখ।
এনএইচবি/এমএমএ/
