রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাংবাদিক বিশাল নিহত
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক ওমর ফারুক বিশাল নিহত হয়েছেন। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা এক যুবক আহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-নরসিংদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তার কর্মস্থল নিউজজি-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা।
তিনি বলেন, ‘বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেওয়ার কথা ছিল তার। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। একদিনের ছুটি নিয়ে আজীবনের ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।’
ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
ওমর ফারুক বিশাল সাংবাদিকতার পাশাপাশি গীতিকার ছিলেন। উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যও গেয়েছেন বিশালের গান। বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসির এবং ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়সহ আরও অনেকেই কণ্ঠ দিয়েছেন তার লেখা গানে।
বিশালের এই অকাল প্রস্থানে গভীর শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ।
এএম/আরএ/