ভারতের গণমাধ্যমে বাংলাদেশের গুরুত্ব কম: মাহফুজ আনাম
বাংলাদেশের অস্তিত্ব যে গুরুত্বপূর্ণ তা ভারতের গণমাধ্যম দেখলে বোঝা যায় না বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম।
তিনি বলেন, ‘আমি এর আগে বলেছিলাম ভারতের দুটি প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান। বাংলাদেশ তেমন গুরুত্বপূর্ণ নয়। শেখ হাসিনার আমলে এটি পরিবর্তন হয়েছে। কিন্তু ফলপ্রসূ পরিবর্তন হয়নি।’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তৃতায় মাহফুজ আনাম এ মন্তব্য করেন।
গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তিকে মাইলফলক হিসেবে অভিহিত করে মাহফুজ আনাম বলেন, কিন্তু পরবর্তীকালে সেটি তেমন কার্যকর হয়নি। ৫০টি নদীর পানির সুষম বণ্টন জরুরি। কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি হয়েছে। তিস্তা অমীমাংসিত রয়েই গেছে। ২০১১ সালের পর ১১ বছর ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি।
দুদেশের বাণিজ্য সম্পর্কের বিষয়ে দ্য ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘বাংলাদেশে ভারতের বাণিজ্য ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ভারতে বাণিজ্য করে ২ বিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি বিশাল। বাংলাদেশ ভারতের ৯ বিলিয়ন ডলারের বাজার। কিন্তু আমরা তাদের কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছি?’
মাহফুজ আনাম আরও বলেব, বিশ্ব যখন বাংলাদেশকে মডেল বলছে তখন ভারতীয় মিডিয়াতে তার প্রতিফলন দেখছি না। দুদেশের সাংবাদিকদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। সেটা অবশ্যই জনগণের ভিত্তিতে। তবে ভারতের সব এলাকার সাংবাদিকদের ইন্টারেস্ট এক না। এটা কীভাবে পরিবর্তন করা যায় সেটা ভাবতে হবে ।
তিনি আরও বলেন, ‘ভারত বড় শক্তি। কিন্তু সেটা যেন বাংলাদেশকে দেখার একমাত্র উপায় না হয়। আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ভারতকে এই বিষয়টি মাথায় নিতে হবে।’
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আনাম বলেন, শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে দেখবেন না।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি স্বাধীন প্রতিষ্ঠান থাকা উচিত মন্তব্য করে দ্য ডেইলি স্টার সম্পাদক বলেন, এটা প্রাইভেট সেক্টর ফান্ডেড হতে হবে। যেহেতু দুদেশের মধ্যে প্রচুর ব্যবসা বাড়ছে।
সিলিকন ভ্যালির পরে ব্যাঙ্গালোরের অবস্থান এটা আমরা কজন জানি এমন প্রশ্ন করে মাহফুজ আনাম বলেন, তাদের সঙ্গে কতটুকু নিবিড় সম্পর্ক রাখতে হবে সেটি আমরা জানি?
ভারতকে জানতে হবে এমন গুরুত্বের কথা বলে মাহফুজ আনাম বলেন, ভারতকে স্টাডি করতে হবে। আপনারা ভারতীয় সাংবাদিকরা দেশে গিয়ে এটা উঠান যে বাংলাদেশ বিশেষ প্রতিবেশী। আপনারা পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের দিকেও মনোযোগ দেন।
আরইউ/এমএমএ/