বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১০০ সাংবাদিককে পুরস্কার দেবে টিভিএস ও নতুনধারা ফাউন্ডেশন

দেশের ১০০ জন গণমাধ্যমকর্মীকে ‘টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার’ যৌথভাবে দেবে টিভিএস বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন। চলতি বছরের নভেম্বরে এই পুরস্কার দেওয়া হবে।

টিভিএস ভারতের তৃতীয় শীর্ষ দুই চাকার যান উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং নতুনধারা ফাউন্ডেশন বাংলাদেশি বেসরকারি গবেষণা সংস্থা।

সাংবাদিকদের কাজে অনুপ্রেরণা যোগাতে নতুনধারা ফাউন্ডেশন ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়।

নতুনধারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শামীম আহমদ জানান, ২০২০-২০২১ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে।

‘কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যত বাংলাদেশ’ স্লোগান ধারণ করে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিল ২০১২ সালে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ২০১০-২০১২ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৩-২০১৪ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টির সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে পুনরায় এমন আয়োজন করছিল ২০১৫ সালের ৩ জানুয়ারি। ওই বছর নির্বাচিত সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ করেন তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে ওই বছর পুরস্কার দিয়েছিল।

ঢাকা অফিসের শায়লা রোকসানা-বিবিসি বাংলা, মিজানুর রহমান চৌধুরী-দৈনিক যুগান্তর, রাজিব খান-আরটিভি, মিনহাজ উদ্দিন রাহাত-যমুনা টেলিভিশন, সুদীপ কুমার দে-এবিসি রেডিও, আলতাব হোসেন-দৈনিক সমকাল, সাহানোয়ার সাইদ শহীন-বণিক বার্তা, ইফতেখার মাহমুদ-দৈনিক প্রথম আলো, দেলোয়ার জাহান-দৈনিক সকালের খবর, ইয়াছির ওয়ারদাদ তন্ময়-ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমিনুল ইসলাম-এটিএন নিউজ, সিএম আমিনুল মজলিস-মাইটিভি, শাহেদ আলী এরশাদ-বাংলা নিউজ২৪.কম, হাসান মোল্লা-দৈনিক যায়যায়দিন এবং সাংবাদিক আল ফারুক আজম।

চট্টগ্রামের মাসুদ মিলাদ-দৈনিক প্রথম আলো, রাশেদুল তুষার-দৈনিক কালের কন্ঠ, তাজুল ইসলাম-মাছরাঙা টেলিভিশন, সমেন ধর-বিজয় টিভি, জাহেদুল আনোয়ার চৌধুরী-দৈনিক জনকণ্ঠ, এম আনোয়ার হোসেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এম রাশেদ রায়হান-দৈনিক প্রথম আলো গোয়ালন্দ, সোহেল মিয়া-দৈনিক আমার দেশ রাজবাড়ী, শহিদুল ইসলাম পাইলট-দৈনিক সমকাল শরীয়তপুর, আব্দুর রহিম বাদল-দৈনিক যুগান্তর শেরপুর, আব্দুর রহিম-দৈনিক সমকাল টাঙ্গাইল, মোহাম্মদ তানভীর হাসান-দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জ, সৈয়দ নোমান-বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ, আল আমিম-বাংলাদেশ প্রতিদিন সোনারগাঁও নারায়ণগঞ্জ, ফজলে এলাহি মাকাম-এসএ টিভি নরসিংদী, আলপনা আক্তার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নেত্রকোনা, হায়দার আলী-বাসস গোপালগঞ্জ, লুৎফর রহমান-এটিএনবাংলা টেলিভিশন জামালপুর, এসএম রেজাউল করিম-আমাদের অর্থনীতি ভৈরব কিশোরগঞ্জ, শাজাহান খান-দৈনিক ইত্তেফাক মাদারীপুর, মানবেন্দ্র চক্রবর্তী-দৈনিক ইত্তেফাক সিংগাইর মানিকগঞ্জ, মাঈনুল ইসলাম চৌধুরী-দৈনিক সমকাল বরিশাল, রাহাত খান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল, সুখেন্দু এবদর-একুশে টেলিভিশন বরিশাল, নিকুঞ্জ বালা পলাশ-জিটিভি বরিশাল, কল্যাণ কুমার চন্দ-দৈনিক সংবাদ উজিরপুর বরিশাল, মোস্তফা কাদের-এটিএন বাংলা টেলিভিশন বরগুনা, আনোয়ার হোসেন মনোয়ার-বাংলাদেশ টেলিভিশন বরগুনা, শিরিনা আফরোজ-দৈনিক কালের কন্ঠ পিরোজপুর, এস এম রেজাউল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি, ফরহাদ হোসেন-চ্যানেলটুয়ান্টিফোর ভোলা, জসীমউদ্দিন-দৈনিক আজকের বার্তা বাউফল পটুয়াখালী, মিনারুল হক-এটিএন বাংলা টেলিভিশন বান্দরবন, আ.ফ.ম কাউসার এমরান-মাইটিভি ব্রাহ্মণবাড়িয়া, রিয়াদুল হক-দৈনিক ইত্তেফাক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, কাজী শাহাদাত-দৈনিক চাঁদপুরের কন্ঠ, অজয় দাস মাইটিভি-কুমিল্লা, মোহাম্মদ আব্দুর রহিম-দৈনিক কুমিল্লার কাগজ, জসীম উদ্দীন বেগ-মাছরাঙা টেলিভিশন ফেনী, রফিকুল আনোয়ার-দৈনিক নোয়াখালী প্রতিদিন, এবিএম রিপন-দৈনিক প্রথম আলো রায়পুর লক্ষীপুর, আব্দুল কুদ্দুস রানা-দৈনিক প্রথম আলো-কক্সবাজার, আবু দাউদ-দৈনিক কালের কন্ঠ খাগড়াছড়ি, ফাতেমা জান্নাত মুমু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি, নাজমুল হুদা নাসিম-দৈনিক যুগান্তর বগুড়া, আশরাফুল ইসলাম রঞ্জু-চ্যানেল আই চাপাইনবাবগঞ্জ, শাহজাহান শিরাজ মিঠু-এনটিভি জয়পুরহাট, এবিএম ফজলুর রহমান-দৈনিক সমকাল পাবনা, বাবুল আক্তার রানা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নওগাঁ, শিহাব উদ্দিন-দৈনিক বজ্রপাত কুষ্টিয়া, রক্সি খান-আমাদের অর্থনীতি মাগুরা, মহসীন আলী-ভোরের ডাক মেহেরপুর, রিফাত বিন তহা-যমুনা টেলিভিশন নরাইল, আকরামুল ইসলাম-বিজয় টিভি সাতক্ষীরা, শাহজাহান মিয়া আজাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর, জাহাঙ্গীর আলম বাদল-আরটিভি রংপুর, সরকার হায়দর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঞ্চগড়, রিয়াজুল ইসলাম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর, মিজানুর রহমান মহসিন-ভোরের ডাক নীলফামারী, মাহফুজ আলম মনি-দৈনিক যুগান্তর নাটোর, আদিত্য চৌধুরী-বাংলাভিশন রাজশাহী, তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা খুলনা, আহসানুল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাগেরহাট, ফাইজার চৌধুরী-মাছরাঙা টেলিভিশন চুয়াডাঙ্গা, তবিবর রহমান-দৈনিক আলোকিত বাংলাদেশ যশোর, ফসাল আহমেদ-এসএটিভি ঝিনাইদহ, ডিপটি প্রধান-বিজয় টিভি গাইবান্ধা, নুরবক্ত মিয়া-দৈনিক ভোরের ডাক উলিপুর কুড়িগ্রাম, দিলীপ রায়-দ্য ডেইলি স্টার লালমনিরহাট, শাহজালাল-বৈশাখী টিভি পঞ্চগড়, আব্দুল লতিফ লিটু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঠাকুরগাঁও, শাহ দিদার আলম নবেল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিলেট, ইমদাদুর রহমান মিলাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ সিলেট, এসকে পাল সঞ্চয়-বিজয় টিভি হবিগঞ্জ, দীপাঙ্কর ভট্টাচার্য লিটন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল, অরুন চক্রবর্তী-বিজয় টিভি সুনামগঞ্জ, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি- সানাউল হক সানি-দৈনিক আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বেলাল হোসাইন-দৈনিক আলোকিত বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদ্দাম পাটোয়ারী-দৈনিক যায়যায়দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ আরেফিন-দৈনিক কালের কন্ঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুলতানা রাজিয়া বৃষ্টি-রেডিও পদ্মা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৫টি এফএম রেডিও থেকে- বশির আহমেদ-রেডিও চিলমারী, সেলিম শাহরিয়ার-রেডিও নলতা, শামীম মৃধা-কৃষি রেডিও কৃষি মন্ত্রণালয়, মনির হোসেন কামাল-লোকবেতার ও শাহ সুলতান শামীম-রেডিও সাগরগিরিকে।

পরবর্তীকালে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিল সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

নতুনধারা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে বাস্তবায়ন করবে। কৃষি, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত অংশের অনলাইন ভার্সন লিংক ০১৭১১১১১১৩৭ হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এমএমএ/

 

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া