মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

১০০ সাংবাদিককে পুরস্কার দেবে টিভিএস ও নতুনধারা ফাউন্ডেশন

দেশের ১০০ জন গণমাধ্যমকর্মীকে ‘টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার’ যৌথভাবে দেবে টিভিএস বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন। চলতি বছরের নভেম্বরে এই পুরস্কার দেওয়া হবে।

টিভিএস ভারতের তৃতীয় শীর্ষ দুই চাকার যান উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং নতুনধারা ফাউন্ডেশন বাংলাদেশি বেসরকারি গবেষণা সংস্থা।

সাংবাদিকদের কাজে অনুপ্রেরণা যোগাতে নতুনধারা ফাউন্ডেশন ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়।

নতুনধারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শামীম আহমদ জানান, ২০২০-২০২১ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে।

‘কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যত বাংলাদেশ’ স্লোগান ধারণ করে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিল ২০১২ সালে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ২০১০-২০১২ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৩-২০১৪ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টির সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে পুনরায় এমন আয়োজন করছিল ২০১৫ সালের ৩ জানুয়ারি। ওই বছর নির্বাচিত সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ করেন তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে ওই বছর পুরস্কার দিয়েছিল।

ঢাকা অফিসের শায়লা রোকসানা-বিবিসি বাংলা, মিজানুর রহমান চৌধুরী-দৈনিক যুগান্তর, রাজিব খান-আরটিভি, মিনহাজ উদ্দিন রাহাত-যমুনা টেলিভিশন, সুদীপ কুমার দে-এবিসি রেডিও, আলতাব হোসেন-দৈনিক সমকাল, সাহানোয়ার সাইদ শহীন-বণিক বার্তা, ইফতেখার মাহমুদ-দৈনিক প্রথম আলো, দেলোয়ার জাহান-দৈনিক সকালের খবর, ইয়াছির ওয়ারদাদ তন্ময়-ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমিনুল ইসলাম-এটিএন নিউজ, সিএম আমিনুল মজলিস-মাইটিভি, শাহেদ আলী এরশাদ-বাংলা নিউজ২৪.কম, হাসান মোল্লা-দৈনিক যায়যায়দিন এবং সাংবাদিক আল ফারুক আজম।

চট্টগ্রামের মাসুদ মিলাদ-দৈনিক প্রথম আলো, রাশেদুল তুষার-দৈনিক কালের কন্ঠ, তাজুল ইসলাম-মাছরাঙা টেলিভিশন, সমেন ধর-বিজয় টিভি, জাহেদুল আনোয়ার চৌধুরী-দৈনিক জনকণ্ঠ, এম আনোয়ার হোসেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এম রাশেদ রায়হান-দৈনিক প্রথম আলো গোয়ালন্দ, সোহেল মিয়া-দৈনিক আমার দেশ রাজবাড়ী, শহিদুল ইসলাম পাইলট-দৈনিক সমকাল শরীয়তপুর, আব্দুর রহিম বাদল-দৈনিক যুগান্তর শেরপুর, আব্দুর রহিম-দৈনিক সমকাল টাঙ্গাইল, মোহাম্মদ তানভীর হাসান-দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জ, সৈয়দ নোমান-বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ, আল আমিম-বাংলাদেশ প্রতিদিন সোনারগাঁও নারায়ণগঞ্জ, ফজলে এলাহি মাকাম-এসএ টিভি নরসিংদী, আলপনা আক্তার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নেত্রকোনা, হায়দার আলী-বাসস গোপালগঞ্জ, লুৎফর রহমান-এটিএনবাংলা টেলিভিশন জামালপুর, এসএম রেজাউল করিম-আমাদের অর্থনীতি ভৈরব কিশোরগঞ্জ, শাজাহান খান-দৈনিক ইত্তেফাক মাদারীপুর, মানবেন্দ্র চক্রবর্তী-দৈনিক ইত্তেফাক সিংগাইর মানিকগঞ্জ, মাঈনুল ইসলাম চৌধুরী-দৈনিক সমকাল বরিশাল, রাহাত খান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল, সুখেন্দু এবদর-একুশে টেলিভিশন বরিশাল, নিকুঞ্জ বালা পলাশ-জিটিভি বরিশাল, কল্যাণ কুমার চন্দ-দৈনিক সংবাদ উজিরপুর বরিশাল, মোস্তফা কাদের-এটিএন বাংলা টেলিভিশন বরগুনা, আনোয়ার হোসেন মনোয়ার-বাংলাদেশ টেলিভিশন বরগুনা, শিরিনা আফরোজ-দৈনিক কালের কন্ঠ পিরোজপুর, এস এম রেজাউল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি, ফরহাদ হোসেন-চ্যানেলটুয়ান্টিফোর ভোলা, জসীমউদ্দিন-দৈনিক আজকের বার্তা বাউফল পটুয়াখালী, মিনারুল হক-এটিএন বাংলা টেলিভিশন বান্দরবন, আ.ফ.ম কাউসার এমরান-মাইটিভি ব্রাহ্মণবাড়িয়া, রিয়াদুল হক-দৈনিক ইত্তেফাক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, কাজী শাহাদাত-দৈনিক চাঁদপুরের কন্ঠ, অজয় দাস মাইটিভি-কুমিল্লা, মোহাম্মদ আব্দুর রহিম-দৈনিক কুমিল্লার কাগজ, জসীম উদ্দীন বেগ-মাছরাঙা টেলিভিশন ফেনী, রফিকুল আনোয়ার-দৈনিক নোয়াখালী প্রতিদিন, এবিএম রিপন-দৈনিক প্রথম আলো রায়পুর লক্ষীপুর, আব্দুল কুদ্দুস রানা-দৈনিক প্রথম আলো-কক্সবাজার, আবু দাউদ-দৈনিক কালের কন্ঠ খাগড়াছড়ি, ফাতেমা জান্নাত মুমু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি, নাজমুল হুদা নাসিম-দৈনিক যুগান্তর বগুড়া, আশরাফুল ইসলাম রঞ্জু-চ্যানেল আই চাপাইনবাবগঞ্জ, শাহজাহান শিরাজ মিঠু-এনটিভি জয়পুরহাট, এবিএম ফজলুর রহমান-দৈনিক সমকাল পাবনা, বাবুল আক্তার রানা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নওগাঁ, শিহাব উদ্দিন-দৈনিক বজ্রপাত কুষ্টিয়া, রক্সি খান-আমাদের অর্থনীতি মাগুরা, মহসীন আলী-ভোরের ডাক মেহেরপুর, রিফাত বিন তহা-যমুনা টেলিভিশন নরাইল, আকরামুল ইসলাম-বিজয় টিভি সাতক্ষীরা, শাহজাহান মিয়া আজাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর, জাহাঙ্গীর আলম বাদল-আরটিভি রংপুর, সরকার হায়দর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঞ্চগড়, রিয়াজুল ইসলাম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর, মিজানুর রহমান মহসিন-ভোরের ডাক নীলফামারী, মাহফুজ আলম মনি-দৈনিক যুগান্তর নাটোর, আদিত্য চৌধুরী-বাংলাভিশন রাজশাহী, তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা খুলনা, আহসানুল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাগেরহাট, ফাইজার চৌধুরী-মাছরাঙা টেলিভিশন চুয়াডাঙ্গা, তবিবর রহমান-দৈনিক আলোকিত বাংলাদেশ যশোর, ফসাল আহমেদ-এসএটিভি ঝিনাইদহ, ডিপটি প্রধান-বিজয় টিভি গাইবান্ধা, নুরবক্ত মিয়া-দৈনিক ভোরের ডাক উলিপুর কুড়িগ্রাম, দিলীপ রায়-দ্য ডেইলি স্টার লালমনিরহাট, শাহজালাল-বৈশাখী টিভি পঞ্চগড়, আব্দুল লতিফ লিটু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঠাকুরগাঁও, শাহ দিদার আলম নবেল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিলেট, ইমদাদুর রহমান মিলাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ সিলেট, এসকে পাল সঞ্চয়-বিজয় টিভি হবিগঞ্জ, দীপাঙ্কর ভট্টাচার্য লিটন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল, অরুন চক্রবর্তী-বিজয় টিভি সুনামগঞ্জ, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি- সানাউল হক সানি-দৈনিক আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বেলাল হোসাইন-দৈনিক আলোকিত বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদ্দাম পাটোয়ারী-দৈনিক যায়যায়দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ আরেফিন-দৈনিক কালের কন্ঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুলতানা রাজিয়া বৃষ্টি-রেডিও পদ্মা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৫টি এফএম রেডিও থেকে- বশির আহমেদ-রেডিও চিলমারী, সেলিম শাহরিয়ার-রেডিও নলতা, শামীম মৃধা-কৃষি রেডিও কৃষি মন্ত্রণালয়, মনির হোসেন কামাল-লোকবেতার ও শাহ সুলতান শামীম-রেডিও সাগরগিরিকে।

পরবর্তীকালে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিল সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

নতুনধারা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে বাস্তবায়ন করবে। কৃষি, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত অংশের অনলাইন ভার্সন লিংক ০১৭১১১১১১৩৭ হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এমএমএ/

 

Header Ad
Header Ad

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ছবি: সংগৃহীত

নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিল্লুর রহমান বলেন, ‘যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন কিন্তু বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীর উপস্থিত হয়ে আমাদের কাছে তথ্য-উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে।’

বিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি। ছবি: সংগৃহীত

অপর এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘আমরা প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি পাঠাব।’

ডিএসসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, কোনো প্রকার আলোচনা না করেই ডিএসসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর জুলুম চলছে। ব্যবসাগুলো এক দিনে গড়ে ওঠেনি। রাজউকের পাস করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকারের সময় এই জটিলতা নিরসনে একটা টাস্কফোর্স করা হয়েছিল। সেই টাস্কফোর্সের দুটি বৈঠক হয়েছিল। তারপর তো সরকার বদল হয়ে গেল।

ইমরান হাসান বলেন, ‘ট্রেড লাইসেন্স বাতিল করে এখন যদি ডিএসসিসি অভিযানে নামে, তাহলে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি হলে আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নিনিরাপত্তাব্যবস্থার ঘাটতি সামনে আসে। ওই ভবনে আটটি রেস্তোরাঁ ছিল, তবে ভবনটিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চার বছর আগে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। সেই জরিপের তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি, যা ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ বেশি। সরকারি সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ৮৫২টি। বাকি সব ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের সাতটি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়। রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ।

Header Ad
Header Ad

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান। ছবি: সংগৃহীত

পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশের অনেক সদস্য জনরোষের মুখে পড়েছেন।” পুলিশকে জনগণের বন্ধু হিসেবে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো। ছবি: সংগৃহীত

বারবার নিলাম ডেকেও এস আলম গ্রুপের বন্ধকী সম্পত্তির কোনো ক্রেতা খুঁজে পাচ্ছে না দেশের ব্যাংকগুলো। ফলে ঋণ আদায়ে এখন বাধ্য হয়ে অর্থ ঋণ আদালতের শরণাপন্ন হচ্ছে তারা। এতে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়েছে।

চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠী ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে। উদাহরণস্বরূপ, জনতা ব্যাংক ১০,৭০০ কোটি টাকার বিপরীতে ছয়বার নিলাম ডেকেও কোনো সাড়া পায়নি। একইভাবে ইসলামী ব্যাংকও সাত দফা নিলাম আয়োজন করেও ব্যর্থ হয়েছে, যার মধ্যে আইডিয়াল ফ্লাওয়ার মিলসের ১,১০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত নিলামও অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক সময়ে এস আলম গ্রুপের একাধিক স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও জমি নিলামে তোলা হলেও দরপত্র জমা পড়েনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনি প্রক্রিয়া পূরণের জন্যই তারা এসব নিলাম ডাকছেন, যদিও আগ্রহী ক্রেতার দেখা মিলছে না। অনেকেই এই বিষয়টিকে ভয় পাচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ সরাসরি ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গ্রুপটির নিয়ন্ত্রণ জব্দ করে।

বর্তমানে এস আলম গ্রুপের ওপর কেন্দ্রীয়ভাবে তদন্ত ও আইনি পদক্ষেপ নিচ্ছে ১৪ সদস্যের বিশেষ লিগ্যাল টিম। একই সঙ্গে তাদের জব্দকৃত শেয়ার বিক্রির জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য