শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

১০০ সাংবাদিককে পুরস্কার দেবে টিভিএস ও নতুনধারা ফাউন্ডেশন

দেশের ১০০ জন গণমাধ্যমকর্মীকে ‘টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার’ যৌথভাবে দেবে টিভিএস বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন। চলতি বছরের নভেম্বরে এই পুরস্কার দেওয়া হবে।

টিভিএস ভারতের তৃতীয় শীর্ষ দুই চাকার যান উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং নতুনধারা ফাউন্ডেশন বাংলাদেশি বেসরকারি গবেষণা সংস্থা।

সাংবাদিকদের কাজে অনুপ্রেরণা যোগাতে নতুনধারা ফাউন্ডেশন ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়।

নতুনধারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শামীম আহমদ জানান, ২০২০-২০২১ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে।

‘কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যত বাংলাদেশ’ স্লোগান ধারণ করে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিল ২০১২ সালে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ২০১০-২০১২ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৩-২০১৪ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টির সঙ্গে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে পুনরায় এমন আয়োজন করছিল ২০১৫ সালের ৩ জানুয়ারি। ওই বছর নির্বাচিত সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ করেন তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে ওই বছর পুরস্কার দিয়েছিল।

ঢাকা অফিসের শায়লা রোকসানা-বিবিসি বাংলা, মিজানুর রহমান চৌধুরী-দৈনিক যুগান্তর, রাজিব খান-আরটিভি, মিনহাজ উদ্দিন রাহাত-যমুনা টেলিভিশন, সুদীপ কুমার দে-এবিসি রেডিও, আলতাব হোসেন-দৈনিক সমকাল, সাহানোয়ার সাইদ শহীন-বণিক বার্তা, ইফতেখার মাহমুদ-দৈনিক প্রথম আলো, দেলোয়ার জাহান-দৈনিক সকালের খবর, ইয়াছির ওয়ারদাদ তন্ময়-ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমিনুল ইসলাম-এটিএন নিউজ, সিএম আমিনুল মজলিস-মাইটিভি, শাহেদ আলী এরশাদ-বাংলা নিউজ২৪.কম, হাসান মোল্লা-দৈনিক যায়যায়দিন এবং সাংবাদিক আল ফারুক আজম।

চট্টগ্রামের মাসুদ মিলাদ-দৈনিক প্রথম আলো, রাশেদুল তুষার-দৈনিক কালের কন্ঠ, তাজুল ইসলাম-মাছরাঙা টেলিভিশন, সমেন ধর-বিজয় টিভি, জাহেদুল আনোয়ার চৌধুরী-দৈনিক জনকণ্ঠ, এম আনোয়ার হোসেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এম রাশেদ রায়হান-দৈনিক প্রথম আলো গোয়ালন্দ, সোহেল মিয়া-দৈনিক আমার দেশ রাজবাড়ী, শহিদুল ইসলাম পাইলট-দৈনিক সমকাল শরীয়তপুর, আব্দুর রহিম বাদল-দৈনিক যুগান্তর শেরপুর, আব্দুর রহিম-দৈনিক সমকাল টাঙ্গাইল, মোহাম্মদ তানভীর হাসান-দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জ, সৈয়দ নোমান-বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ, আল আমিম-বাংলাদেশ প্রতিদিন সোনারগাঁও নারায়ণগঞ্জ, ফজলে এলাহি মাকাম-এসএ টিভি নরসিংদী, আলপনা আক্তার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নেত্রকোনা, হায়দার আলী-বাসস গোপালগঞ্জ, লুৎফর রহমান-এটিএনবাংলা টেলিভিশন জামালপুর, এসএম রেজাউল করিম-আমাদের অর্থনীতি ভৈরব কিশোরগঞ্জ, শাজাহান খান-দৈনিক ইত্তেফাক মাদারীপুর, মানবেন্দ্র চক্রবর্তী-দৈনিক ইত্তেফাক সিংগাইর মানিকগঞ্জ, মাঈনুল ইসলাম চৌধুরী-দৈনিক সমকাল বরিশাল, রাহাত খান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল, সুখেন্দু এবদর-একুশে টেলিভিশন বরিশাল, নিকুঞ্জ বালা পলাশ-জিটিভি বরিশাল, কল্যাণ কুমার চন্দ-দৈনিক সংবাদ উজিরপুর বরিশাল, মোস্তফা কাদের-এটিএন বাংলা টেলিভিশন বরগুনা, আনোয়ার হোসেন মনোয়ার-বাংলাদেশ টেলিভিশন বরগুনা, শিরিনা আফরোজ-দৈনিক কালের কন্ঠ পিরোজপুর, এস এম রেজাউল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি, ফরহাদ হোসেন-চ্যানেলটুয়ান্টিফোর ভোলা, জসীমউদ্দিন-দৈনিক আজকের বার্তা বাউফল পটুয়াখালী, মিনারুল হক-এটিএন বাংলা টেলিভিশন বান্দরবন, আ.ফ.ম কাউসার এমরান-মাইটিভি ব্রাহ্মণবাড়িয়া, রিয়াদুল হক-দৈনিক ইত্তেফাক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, কাজী শাহাদাত-দৈনিক চাঁদপুরের কন্ঠ, অজয় দাস মাইটিভি-কুমিল্লা, মোহাম্মদ আব্দুর রহিম-দৈনিক কুমিল্লার কাগজ, জসীম উদ্দীন বেগ-মাছরাঙা টেলিভিশন ফেনী, রফিকুল আনোয়ার-দৈনিক নোয়াখালী প্রতিদিন, এবিএম রিপন-দৈনিক প্রথম আলো রায়পুর লক্ষীপুর, আব্দুল কুদ্দুস রানা-দৈনিক প্রথম আলো-কক্সবাজার, আবু দাউদ-দৈনিক কালের কন্ঠ খাগড়াছড়ি, ফাতেমা জান্নাত মুমু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি, নাজমুল হুদা নাসিম-দৈনিক যুগান্তর বগুড়া, আশরাফুল ইসলাম রঞ্জু-চ্যানেল আই চাপাইনবাবগঞ্জ, শাহজাহান শিরাজ মিঠু-এনটিভি জয়পুরহাট, এবিএম ফজলুর রহমান-দৈনিক সমকাল পাবনা, বাবুল আক্তার রানা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন নওগাঁ, শিহাব উদ্দিন-দৈনিক বজ্রপাত কুষ্টিয়া, রক্সি খান-আমাদের অর্থনীতি মাগুরা, মহসীন আলী-ভোরের ডাক মেহেরপুর, রিফাত বিন তহা-যমুনা টেলিভিশন নরাইল, আকরামুল ইসলাম-বিজয় টিভি সাতক্ষীরা, শাহজাহান মিয়া আজাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর, জাহাঙ্গীর আলম বাদল-আরটিভি রংপুর, সরকার হায়দর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঞ্চগড়, রিয়াজুল ইসলাম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর, মিজানুর রহমান মহসিন-ভোরের ডাক নীলফামারী, মাহফুজ আলম মনি-দৈনিক যুগান্তর নাটোর, আদিত্য চৌধুরী-বাংলাভিশন রাজশাহী, তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা খুলনা, আহসানুল করিম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাগেরহাট, ফাইজার চৌধুরী-মাছরাঙা টেলিভিশন চুয়াডাঙ্গা, তবিবর রহমান-দৈনিক আলোকিত বাংলাদেশ যশোর, ফসাল আহমেদ-এসএটিভি ঝিনাইদহ, ডিপটি প্রধান-বিজয় টিভি গাইবান্ধা, নুরবক্ত মিয়া-দৈনিক ভোরের ডাক উলিপুর কুড়িগ্রাম, দিলীপ রায়-দ্য ডেইলি স্টার লালমনিরহাট, শাহজালাল-বৈশাখী টিভি পঞ্চগড়, আব্দুল লতিফ লিটু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঠাকুরগাঁও, শাহ দিদার আলম নবেল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিলেট, ইমদাদুর রহমান মিলাদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ সিলেট, এসকে পাল সঞ্চয়-বিজয় টিভি হবিগঞ্জ, দীপাঙ্কর ভট্টাচার্য লিটন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল, অরুন চক্রবর্তী-বিজয় টিভি সুনামগঞ্জ, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি- সানাউল হক সানি-দৈনিক আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বেলাল হোসাইন-দৈনিক আলোকিত বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদ্দাম পাটোয়ারী-দৈনিক যায়যায়দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ আরেফিন-দৈনিক কালের কন্ঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুলতানা রাজিয়া বৃষ্টি-রেডিও পদ্মা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৫টি এফএম রেডিও থেকে- বশির আহমেদ-রেডিও চিলমারী, সেলিম শাহরিয়ার-রেডিও নলতা, শামীম মৃধা-কৃষি রেডিও কৃষি মন্ত্রণালয়, মনির হোসেন কামাল-লোকবেতার ও শাহ সুলতান শামীম-রেডিও সাগরগিরিকে।

পরবর্তীকালে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিল সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

নতুনধারা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে বাস্তবায়ন করবে। কৃষি, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত অংশের অনলাইন ভার্সন লিংক ০১৭১১১১১১৩৭ হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এমএমএ/

 

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো