হাজারীবাগে সাংবাদিককে পেটালেন বিএনপি কর্মীরা
ধানমন্ডি এলাকার হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ চলছে। এই সমাবেশে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশ টিভির ক্যামেরাম্যান ও রিপোর্টার।
এসময় বিএনপি নেতা-কর্মীরা ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে আওয়ামী লীগের দালাল বলে বিভিন্ন গালিগালাজ এবং মারধর করে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশনের আহত দুইজনের নাম জানা যায়নি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার পর থেকে দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করতে শুরু করে। একপর্যায়ে সাংবাদিক ও ক্যামেরাম্যান তাদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে তাদের উপর ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগের দালাল বলে হামলা চালায়।
দেশ টিভির সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের সাংবাদিকের উপর বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এটা নিন্দনীয় ঘটনা। আওয়ামী লীগের দালাল বলে তারা তাদের মারধর করেছে।
তিনি আরও বলেন, আমাদের ক্যামেরাম্যান আহত হয়েছেন। এটার একটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
কেএম/এসজি