ঢাকাপ্রকাশ কার্যালয়ে সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত
ঢাকাপ্রকাশকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও লেখক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর ঢাকাপ্রকাশের কার্যালয় পরিদর্শন করেন।
ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল সুখরঞ্জন দাশগুপ্তকে স্বাগত জানান। এ সময় সুখরঞ্জন দাশগুপ্ত সংবাদকর্মীদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকাপ্রকাশ-এর সূচনা সংখ্যা থেকে নিয়মিত লিখছেন সুখরঞ্জন দাশগুপ্ত।
সুখরঞ্জন দাশগুপ্তের জন্ম ১৯৩৯ সালে, বাংলাদেশের ঝালকাঠিতে। ১৯৫০-এ সাম্প্রদায়িক দাঙ্গার পর তাদের পরিবার ভারতে চলে যান। সুখরঞ্জন পড়াশুনা করেছেন কলকাতাতেই, সাংবাদিকতায়। পরে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে।
পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৬৪ সালে, কলকাতার আনন্দবাজার পত্রিকায়। দীর্ঘ ১৮ বছর এ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। আনন্দবাজারের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে অর্জন করেছেন বিশাল অভিজ্ঞতা। দেখেছেন একাত্তরে আমাদের মুক্তিসংগ্রাম। পেশাদার সাংবাদিক হিসেবে একাত্তরে তিনি অবরুদ্ধ বাংলাদেশে থেকে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতেন। ১৯৭১ থেকে থেকে ’৭৫ পর্যন্ত ঢাকায় অবস্থানকালে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল।
আনন্দবাজারের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক পদে কাজ করা ছাড়াও তি ‘বম্বে ব্লিৎজ’ পত্রিকার ইস্টার্ন ইন্ডিয়া করেসপনডেন্ট ছিলেন। এছাড়াও ছিলেন ‘দুবাই গালফ নিউজ’-এর ইন্ডিয়ান করেসপনডেন্ট ও ‘বিবিসি রেডিও’-র কলকাতা করেসপনডেন্ট।
তিনি অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে বাংলাদেশের গণহত্যার ওপর লেখা ‘মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা’, ‘রোল অব সিদ্ধার্থ রয় ইন ইমার্জেন্সি’ এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী ‘মনমোহন’ উল্লেখযোগ্য।
একাত্তরে আমাদের মুক্তিসংগ্রামে মহান অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সম্মাননা পেয়েছেন তিনি।
বর্তমানে সুখরঞ্জন বসবাস করছেন কলকাতার সল্টলেক সিটিতে।
এনএইচবি/এপি/