নাগরিক টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভির’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সংসদীয় কমিটি।
বৈঠকে তথ্য অধিকার আইন অনুসরণ না করে কোনো তথ্য উপাত্ত প্রচার বা প্রকাশ না করা এবং নাগরিক টিভি’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংসদ ভবনে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসার জন্য বার্ষিক ৭৫ হাজার টাকা মাসিক ভাতার
সঙ্গে সমন্বয়; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে-বিপক্ষে মোট মামলার সংখ্যা, কয়টি মামলা নিষ্পত্তি হয়েছে তার সংখ্যা; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান কমপ্লেক্স ভবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামের নিকট হতে প্রাপ্ত আবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে লালমনিরহাট জেলায় বীর মুক্তিযোদ্ধা সমাধি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ভেঙে পড়া ও নামফলক মুছে যাওয়ার কারণ উদঘাটনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বিজ্ঞ আইনবিদদের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জমি/সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো পরিচালনার জন্য কমিটি সুপারিশ করে। তা ছাড়া, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান কমপ্লেক্স ভবনে অবৈধভাবে দখলকৃত দোকান, চিলেকোঠা, সিঁড়ি এবং নবম তলায় দাহ্য পদার্থের দোকান দ্রুততম সময়ের মধ্যে খালি করার জন্য সুপারিশ করা হয়।
এ ছাড়া, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এর দুর্নীতি সংক্রান্ত সকল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার যাবতীয় পেনশন ও অন্যান্য সুবিধাদি বন্ধ রাখার জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/