সাংবাদিক ফরিদকে মারধর: সিবিসাসের নিন্দা

দৈনিক যুগান্তর পত্রিকার ক্রাইম রিপোর্টার এবং সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) ঢাকার সদস্য ইকবাল হাসান ফরিদ সাভারে ছিনতাইকারীদের দ্বারা মারধর ও লুটপাটের শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিবিসাস।
শনিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি সিবিসাসের পক্ষে এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ছিনতাই ও সাংবাদিককে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা অফিস থেকে তার সাভারের বাসায় ফিরছিলেন ইকবাল হাসান ফরিদ। রাত একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের পাকিজা এলাকায় বাস থেকে নামার পরপরই তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরির মুখে জিম্মি করে সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে।
সাংবাদিক ফরিদ ৯৯৯- এ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে। এর মধ্যে ছিনতাইকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এনএইচবি/এসজি
