পুরস্কার চালু করল ঢাকাপ্রকাশ, আগস্টের সেরা রিপোর্টার শাহজাহান
ঢাকাপ্রকাশ চালু করেছে সেরা রিপোর্টার পুরস্কার। সবচেয়ে ভালো ও আলোচিত রিপোর্ট করার জন্য এই পুরস্কার চালু করা হয়েছে।
আগস্ট মাসে চালু হওয়া পুরস্কারে সেরা হয়েছেন ঢাকাপ্রকাশ-এর সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।
তার বেশ কিছু রিপোর্ট আগস্টে পাঠকমহলে আলোচনায় ছিল। এর মধ্যে একটি ছিল ‘টুকুই ডেপুটি স্পিকার’। এই খবরটি প্রথম ঢাকাপ্রকাশ-এ প্রকাশিত হয়।
এ ছাড়া তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া’র একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। যেটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এর বাইরে আরও একাধিক রিপোর্ট করেছেন যেগুলো পাঠকনন্দিত হয়েছে।
সার্বিক বিবেচনায় আগস্ট মাসের সেরা রিপোর্টার হিসেবে ঢাকাপ্রকাশ কর্তৃপক্ষ শাহজাহান মোল্লাকে পুরস্কৃত করেন।
পুরস্কার চালু করা প্রসঙ্গে ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমি মনে করি এই পুরস্কার রিপোর্টারদের প্রাপ্য। সংবাদমাধ্যমে এ রকম পুরস্কার চালু হলে ইন-হাউস রিপোর্টারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে। কাজের গতি বাড়ে। সবার মধ্যে একটা উৎসাহ কাজ করে। পুরস্কার পাওয়ার একটা আগ্রহ তৈরি হয়।’
প্রধান সম্পাদক আরও বলেন, ভবিষ্যতে আমরা আমাদের সকল রিপোর্টারকেই ভালো রিপোর্ট করার জন্য পুরস্কার দিতে চাই। এ জন্য তিনি সবাইকে মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আপনাদের রিপোর্ট ঢাকাপ্রকাশ-কে যেমন সামনের দিকে নিয়ে যাচ্ছে। দেশে বিদেশে ঢাকাপ্রকাশ প্রশংসা কুড়াচ্ছে। ঠিক তেমনি আপনারা নিজেরাও রিপোর্টের জন্য সম্মানিত হচ্ছেন। এটা ঢাকাপ্রকাশ এবং তার টিমের সকল সদস্যের জন্য আনন্দের খবর।
এ সময় ঢাকাপ্রকাশ-এর প্রধান প্রতিবেদক (ভারপ্রাপ্ত) নিজামুল হক বিপুল, যুগ্ম বার্তা সম্পাদক এম. মাহবুব আলম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এনএইচবি/এমএমএ/