উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা
সাংবাদিকদের সাথে এডাব-এর মতবিনিময়

ঢাকাপ্রকাশ
‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে সাংবাদিকদের সাথে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন- এডাব-এর এক মতবিনিময় সভা রাজধানীর আদাবরে অবস্থিত এডাব কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আব্দুল মতিন।
প্রারম্ভিক বক্তব্যে এডাব চেয়ারপারসন বলেন, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একমাত্র মুখপাত্র। ৬১ জেলায় এডাব-এর মোট সদস্য সংখ্যা ৯৯১। এডাব সরকারের উন্নয়ন সহযোগী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এডাব এনজিওদের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সদস্য সংস্থার দক্ষতা বৃদ্ধি, তাদের কর্মকাণ্ড ও সমস্যা বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সরকারের কাছে তুলে ধরে। এনজিওরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও তাদের কোন স্বীকৃতি নাই। প্রকল্প অনুমোদন, তহবিল ছাড়করণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।
এডাব-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী দেশের উন্নয়নে এনজিওদের কার্যক্রম, তাদের প্রতিবন্ধকতা দুর করতে এডাব এবং সাংবাদিকরা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে তা চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করেন। এনজিওরা যেসব ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সেগুলো উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খায়রুজ্জামান বলেন, এগুলোর সমাধান না হলে এনজিওরা এদেশের উন্নয়নে ভূমিকা রাখা কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হীড-বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দিশা-কুষ্টিয়ার নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য রবিউল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, দৈনিক ইত্তেফাক এর মাহবুব রনি ও রাবেয়া বেবী, ঢাকা পোস্ট এর পার্থ সারথী দাস, দৈনিক সংবাদ প্রতিদিন এর শাপলা রহমান, আওয়ার টাইমের শাহনাজ বেগম, পলি, ঢাকা প্রকাশ-এর আব্দুল্লা নুহু, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী।
