রাজধানীতে ২ সাংবাদিক হামলার শিকার, আটক ৮

হাসপাতালের সরঞ্জাম কেনাকেটায় অনিয়মের অভিযোগের বিষয়ে সংবাদ করতে গিয়ে ডিবিসি নিউজের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলা চালায় ভিকটর ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী কাওসার ভূঁইয়া ও তার সসহযোগীরা।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
পুলিশ তথ্য মতে জানা গেছে, এ সময় রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে কক্ষে আটক রেখে মারধর করা হয়। এবং তাদের ক্যামেরায় ধারণ করা ভিডিও এবং ছবি মুছে ফেলতে বাধ্য করে হামলাকারীরা। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, ভিকটর ট্রেডিং করপোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যায় এই গণমাধ্যম।
ভুক্তভোগীরা জানায়, পরে এ ঘটনায় শের-ই-বাংলা নগর থানায় জিডি করা হলে পুলিশ ঘটনাস্থলে থেকে মূল নির্দেশদাতা কাউসার ভূঁইয়াসহ তার অন্যন্য সহযোগী মোট ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এবং ঘটনাস্থল থেকে মোট আটজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃত ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হবে।
কেএম/এমএমএ/
