আসামিদের ছবি তোলায় টিভি ক্যামেরা পার্সনের ওপর হামলা

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার চার আসামির ছবি তোলায় হামলার শিকার হয়েছেন ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পার্সন আল-আমিন। আসামি টিটু ও খায়রুলের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড শুনানির জন্য আসামিদের তোলার সময় রবিবার (২৯ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসামি টিটু ও খায়রুলের নির্দেশে ২০-২৫ জন লোক আল-আমিনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে পালিয়ে যায়। পরে আদালত বিটে কাজ করা সাংবাদিকরা আল-আমিনকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।
গত শনিবার (৩০ জুলাই) টিপু হত্যায় অভিযুক্ত প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান ওরফে টিটু, জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন, আসিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল ও খাইরুল ইসলাম ওরফে খাইরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (রবিবার) আদালতে তোলা হলে তাদের প্রত্যেককে দুদিন করে রিমান্ড দেন আদালত।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্না।
ওই ঘটনায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
এমএ/
