জাতীয় প্রেস ক্লাবে অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টায় ক্লাবের টেনিস কোর্টে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মাঈনুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খান রাতুল, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, অমিত হাবিবের ছোট ভাই ফয়জুল হাবিব রাঙা।
এ সময় তারা বলেন, অমিত হাবিবের অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা ও সংবাদপত্রের অপূরণীয় ক্ষতি করেছে। তিনি ছিলেন সাংবাদিক তৈরির কারিগর। তার হাত দিয়ে বহু সাংবাদিক তৈরি হয়েছে। তিনি আড়ালে থেকে কাজ করতেন।
জানাজায় অংশ নেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল, সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, বণিক বার্তার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ। এ ছাড়াও এতে অংশ নেন অমিত হাবিবের দীর্ঘ দিনের সহকর্মী, সাংবাদিক ও বন্ধু-বান্ধবরা।
জানাযা শেষে অমিত হাবিবের কফিনে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
জানাযা শেষে অমিত হাবিবের মরদেহ ঝিনাইদহের মহেশপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পারিবারিক কবরস্থানে বাদ এশা দাফন করা হবে।
এর আগে সকাল ১০টায় অমিত হাবিবের প্রথম নামাজে জানাযা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বাংলামোটরে তার কর্মস্থল দেশ রূপান্তর। সেখানেও অনুষ্ঠিত জানায় অংশ নেন দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খান রাতুল, নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন সহ পত্রিকাটির সাংবাদিক, কর্মচারীরা।
এনএইচবি/এসআইএইচ