ছাত্রলীগের পদ বাণিজ্য নিয়ে প্রতিবেদন করায় আইনি নোটিশ

’ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামের সংবাদকে‘মিথ্যা সংবাদ’ দাবি করে দেশ রূপান্তর পত্রিকাকে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
সংগঠনের পক্ষে বৃহস্পতিবার (৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক আসিফ এ নোটিশ পাঠান।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সংগঠনের দপ্তর সম্পাদক ইন্দ্রলীল দেব শর্মার পক্ষে এই নোটিশ পাঠান আইনজীবী।
পত্রিকার সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল ও সংশ্লিষ্ট প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্যে আঘাত করাসহ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে অপদস্থ এবং হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এরূপ মিথ্যা ও বানোয়াট তথ্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনেও অপরাধ।
নোটিশে বলা হয়, এরূপ মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য লিখন, প্রেরণ, প্রচার ও প্রকাশ করে দেওয়ানি, ফৌজদারি ও ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বিধায় এই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ভুল স্বীকার করে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে এবং তা প্রচার ও প্রকাশ করতেও বলা হয়েছে। অন্যথায় দেশের প্রচলিত আইনে দেওয়ানি, ফৌজদারি ও ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।
প্রসঙ্গত ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে গতকাল ৬ জুলাই প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। প্রতিবেদনের প্রথম প্যারায় বলা হয়েছে, ‘আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্তরের কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে আসছে কেন্দ্রীয় কমিটি। এরকম কমিটি ঘোষণা নিয়ে বিভিন্ন সময় আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ অভিযোগ মূলত ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে উঠছে। অভিযোগ রয়েছে, তাদের কমিটির মেয়াদ না থাকায় পদ বিক্রির ব্যাপারটিতে জয়-লেখক আগের চেয়ে বেশি জোর দিয়েছেন।’
এমএ/এমএমএ/
