৫ বছরে সাংবাদিকরা সাড়ে ১৭ কোটি টাকা অনুদান পেয়েছেন: তথ্যমন্ত্রী
গত পাঁচ বছরে ১ হাজার ৪২২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে ১২ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ১ হাজার ৪২২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদেরকে ১২ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২১-২২ অর্থ বছরে এ পর্যন্ত ৫৪২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের অনুকুলে ৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। অর্থাৎ এ ২০১৬-১৭ অর্থবছর থেকে এ পর্যন্ত ১ হাজার ৯৬৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে ১৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।’
মঙ্গলবার (২৮ জুন) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিলে সিডমানি ৪৯ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৮১ টাকা জমা আছে। এ ছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরী, বৃত্তি কিংবা স্টাইপে-দেবার খসড়া নীতিমালা ট্রাস্টি বোর্ড কতৃক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
হাছান মাহমুদ জানান, বর্তমানে বেসরকারি খাতে ৪৬টি টেলিভিশন, ২২ টি এফ এম রেডিও এবং ৩৩টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় অন লাইন নীতিমালা-২০২২ মোতাবেক তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তথ্য অধিদপ্তর তিন ধাপে ১৯ জুন পর্যন্ত ১০৮টি অন লাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। তারমধ্যে প্রথম পর্যায়ে ৩৪টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫১টি এবং তৃতীয় পর্যায়ে ২৩টিসহ মোট ১৫৪টির নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
তা ছাড়া দৈনিক পত্রিকার অন লাইন পোর্টালের আবেদনের প্রেক্ষিতে ১০৮ টি দৈনিক পত্রিকার অন লাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকি ৪৬টির নিবন্ধন দেওয়ার কাজ চলমান রয়েছে। এ ছাড়া নতুন করে ১৪টি টিভি চ্যানেলের অন লাইন পোর্টালের আবেদনের প্রেক্ষিতে ৫টি টিভি চ্যানেলের অন লাইন পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
এসএম/এমএমএ/