মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২২ জন
শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে দেশের ২২ জন গণমাধ্যম কর্মী পেলেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস। সোমবার (২০ ডিসেম্বর) এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, টেক্সট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ঢাকা ট্রিবিউনের কোহিনুর খৈয়াম, দ্বিতীয় পুরস্কার এনটিভির মো. খায়রুল বাশার আশিক, তৃতীয় পুরস্কার নিউজবাংলা টোয়েন্টফোর ডটকমের মো. বনি আমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উম্মে মারজানা।
আলোকচিত্রে প্রথম পুরস্কার দৈনিক অধিকারের ইমরান হোসেন, দ্বিতীয় পুরস্কার প্রথম আলোর দীপু মালাকার ও তৃতীয় পুরস্কার একই পত্রিকার মো. সাজিদ হোসেন পেয়েছেন। এ শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের প্রবীর দাস।
ভিডিও ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন, দ্বিতীয় পুরস্কার সময় টিভির মারজিয়া হাশমি মম এবং তৃতীয় পুরস্কার জিটিভির ইসমাইল হোসেন জুয়েল।
বিশেষ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড টেক্সটভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর সামছুর রহমান, দ্য ডেইলি স্টারের নিলিমা জাহান, ঢাকা পোস্টের আদনান রহমান ও জসিম উদ্দিন এবং বাংলা ট্রিবিউনের মো. শাহেদুল ইসলাম।
শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড (১৮ বছরের নিচে) টেক্সট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাফসান নিঝুম, দ্বিতীয় পুরস্কার প্রথম আলোয় প্রকাশিত লেখার জন্য মো. সাজ্জাদুর রহমান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন আজকের গোপালগঞ্জের পিয়াল সাহা।
১৮ বছরের নিচে ভিডিও ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে এটিএন বাংলার আফরিন আক্তার, ফাহমিদা ফাইজা ও তাহমিনা ফ্লোরা।
এ বছর পুরস্কারের জন্য ৭০০ প্রতিযোগীর লেখা ও প্রতিবেনদ জমা পড়ে বলে জানানো হয়েছে। মধ্য থেকে ২২ জনকে নির্বাচন করা হয়। ২০০৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড দিচ্ছে ইউনিসেফ।
এপি/