চলে গেলেন সাংবাদিক-গীতিকার কে জি মোস্তফা

‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’- বিখ্যাত এ গানের গীতিকার, খ্যাতিমান কলামিস্ট, কবি ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই। রবিবার (৮ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রাত আটটায় কে জি মোস্তফার হার্ট অ্যাটাক হয়। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রেস ক্লাবের এই স্থায়ী সদস্য কে জি মোস্তফার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, আগামীকাল সোমবার (৯ মে) জোহর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
কে জি মোস্তফার বেয়াই সাংবাদিক শামসুদ্দিন আহমেদ চারু ঢাকাপ্রকাশকে জানান, জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
এএম/এসএ/
