আধাবিচারিক সংস্থা হতে চায় প্রেস কাউন্সিল
বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করার জন্য প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। মন্ত্রণালয় এ প্রস্তাব সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'প্রেস কাউন্সিল কী ও কেন' শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, এই আইনের সংশোধনী প্রস্তাব গৃহীত হলে আধাবিচারিক সংস্থা হিসেবে প্রেস কাউন্সিল সমাজে প্রতিষ্ঠিত হবে এবং এর প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা অনেক বাড়বে।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে কাউন্সিল থেকে প্রকাশিত 'প্রশিক্ষণ ধারণাপত্র' নামে একটি বই সরবরাহ করা হয়। এতে কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যে এই সংস্থাকে সংবাদপত্রের 'অভিভাবক সংস্থা' হিসেবে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সভায় ঢাকাপ্রকাশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নিউজে ভুল করলে কাউন্সিল একজন সাংবাদিককে 'সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করতে পারে। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আঘাতপ্রাপ্ত হলে কাউন্সিল কী করতে পারবে? এ সময় উদাহরণ দিয়ে সম্প্রতি রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যাবসায়ীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের রক্তাক্ত হওয়ার বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হয় চেয়ারম্যানের।
জবাবে তিনি বলেন, বিষয়টি কাউন্সিলের কাছে এলে সংস্থা থেকে তা তদন্ত করার জন্য পুলিশের কাছে পাঠানো হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এবং কাউন্সিল সচিব মো. শাহ আলম এবং ডিআরইউ-এর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কামাল মোশারেফ। ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এমএ/আরএ/