আইআইএমসিএএ,বি গণমাধ্যম পুরস্কারের জন্য প্রতিবেদন আহবান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ,বি) আইআইএমসি’র প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তথ্য বিনিময় ও নেটওয়ার্কিং এর জন্য কাজ করছে। এর অংশ হিসেবে ‘আইআইএমসিএএ,বি গণমাধ্যম পুরষ্কার’ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুরষ্কার প্রদানের বিষয়
২০১৯, ২০২০ এবং ২০২১ এই তিন বছরের জন্য পুরষ্কার দেওয়া হবে। প্রতি বছরের জন্য পুরস্কার থাকবে একটি। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট বাংলাদেশী সাংবাদিকদের প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে।
পুরষ্কারের ক্ষেত্রসমূহ
যেসব গণমাধ্যমের রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ পুরস্কারের জন্য বিবেচিত হবে ১. সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা)২. ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেলিভিশন চ্যানেল ও রেডিও)৩. অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেক্সট/ডিজিটাল- স্বতন্ত্র নিউজ সাইটসহ সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পোর্টাল)
অংশগ্রহণ করার যোগ্যতা
২০১৯: ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে বাংলাদেশী সাংবাদিকদের রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (দৈনিক পত্রিকা, টেলিভিশন/রেডিও, অনলাইন পোর্টাল/ডিজিটাল প্লাটফর্ম)। (২০১৯ সালের জন্য যারা আগে জমা দিয়েছেন, তাদের আবার জমা দেওয়ার দরকার নেই।)২০২০: ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে বাংলাদেশী সাংবাদিকদের রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (দৈনিক পত্রিকা, টেলিভিশন/রেডিও, অনলাইন পোর্টাল/ডিজিটাল প্লাটফর্ম)।২০২১: ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে বাংলাদেশী সাংবাদিকদের রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (দৈনিক পত্রিকা, টেলিভিশন/রেডিও, অনলাইন পোর্টাল/ডিজিটাল প্লাটফর্ম)।
পুরস্কারটি সকল বাংলাদেশি সাংবাদিকের জন্য উন্মুক্ত। তবে, এসোসিয়েশনের নির্বাহী কমিটির কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
জমা প্রদানের নিয়ম
সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের দেওয়া পরিচিতি পত্রসহ রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ এর এর মূল কপি (সংবাদপত্র), প্রিন্ট আউট (অনলাইন) এবং পেনড্রাইভ/ডিভিডি (টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্লাটফর্মের লিংকসহ) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ, ৮০ গুলশান এভিনিউ (৬ষ্ঠ তলা) ঢাকা-১২১২, এ ঠিকানায় জমা দিতে হবে। একইসাথে রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ এর অনলাইন লিংক (যদি থাকে) তাহলে znewaz@gmail.com এ ইমেইল করতে হবে।
জমা দেয়ার শেষ তারিখ: ১০ মে, ২০২২
পুরষ্কার: বিজয়ীদের পুরষ্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
এপি/
