ডিআরইউ কবি নজরুল ইসলাম লাইব্রেরির উদ্বোধন রবিবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য একটি আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে।
বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এই লাইব্রেরি নির্মাণের চেষ্টা করে আসছিল। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এই আধুনিক লাইব্রেরি নির্মাণ করা সম্ভব হয়েছে।
আগামী ১০ এপ্রিল রবিবার দুপুর আড়াইটায় ডিআরইউয়ের নতুন ভবনে নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরির উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
ডিআরইউয়ের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বলেন, এই লাইব্রেরি উদ্বোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে।
এসএম/আরএ/
