ভালোবাসা দিবসের গল্প লেখা প্রতিযোগিতা
পুরস্কৃত হলো সেরা তিন গল্প
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে, মো. মেহেদী হাসান এর ‘বকুলের মালা’ গল্পটি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, কোয়েল তালুকদার’র ‘কংসাবতীর তীরে’ এবং তৃতীয় মো. ফাহাদ হোসেন ফাহিম এর ‘প্রয়াণ’ গল্পটি।
ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার জন্য গল্প আহ্বান করা হয়। এরপর থেকে বিপুল সংখ্যক গল্প আসে ঢাকাপ্রকাশ-র কাছে। সেসব গল্প থেকে ১৪টি গল্প বাছাই করে প্রতিযোগিতার মনোনয়ন কমিটি। এই ১৪টি গল্প থেকে লটাটির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গল্প নির্বাচন করা হয়।
মনোনয়ন কমিটির প্রধান ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা বলেন, অনেক গল্প পেয়েছি। অধিকাংশ গল্পই ভালো লেগেছে। অনেক সমৃদ্ধ লেখা পেয়েছি। এদের মধ্য থেকে ১৪টি গল্প বাছাই করা হয়। পরে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত গল্পগুলোর মধ্যে প্রথম তিনটি সোমবার ভালোবাসা দিবসে ঢাকাপ্রকাশ-এর বিশেষ আয়োজনে প্রকাশ করা হবে। এছাড়া বাকি ১১টি গল্প থেকে প্রতিদিন একটি করে গল্প সাহিত্য বিভাগে প্রকাশিত হবে।
এগুলো হলো;
মামুন রাফী’র গল্প নিঃস্বার্থ ভালোবাসা
পার্থ সারথি’র গল্প যে কথা হয়নি বলা তোমাকে ছুঁয়ে
মেহেদী হাসান’র গল্প রুপার নাকফুল
মারিয়া সালাম’র গল্প রুপার নোটবুক
মোজাম্মেল হক নিয়োগী’র গল্প নিভৃত মননে
আজহারুল ইসলাম’র গল্প অব্যক্ত ভালোবাসা
যাহিদ সুবহান’র গল্প জলপাই রঙের ভালোবাসা
আলমগীর হোসেন’র গল্প অবশেষে পাওয়া
মুহাম্মদ তানজিদের গল্প একটি ছোট গল্প
আকিজ মাহমু ‘র গল্প ভালোবাসার কথা হলো না
অলোক আচার্য’র গল্প দুই ফোঁটা জল