ঢাকাপ্রকাশে আসছে আলবেয়ার কামুর ‘দ্য ফার্স্ট ম্যান’
ঢাকাপ্রকাশে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নোবেলজয়ী কথাসাহিত্যিক আলবেয়ার কামুর উপন্যাস ‘দ্য ফার্স্ট ম্যান’। উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। ইংরেজি থেকে অনুবাদ করেছেন দুলাল আল মনসুর।
আত্মজীবনীমূলক এই উপন্যাসে কামু তার আগের উপন্যাসগুলোর বুদ্ধিবৃত্তিক এবং দার্শনিক সম্ভার তেমন একটা উপস্থাপন করেননি। তিনি চেয়েছিলেন এ উপন্যাসটি রক্তমাংসে ভরপুর থাকবে। মানুষের জীবনের মৌলিক উপাদানগুলোর আদিরূপের উপস্থাপন ঘটানো হয়েছে এখানে–বাল্যকাল, স্কুল জীবন, প্রখর সূর্যের তাপ, সমুদ্র, মায়ের জন্য সন্তানের ব্যথাতুর ভালোবাসা, হারানো বাবাকে খুঁজে পাওয়ার প্রবল আকুতি–এসবে ভরে আছে উপন্যাসের প্রাণবন্ত শরীর। তবে আফ্রিকার বিশাল এবং অনেকটা বৈরী ভূখণ্ডে উপনিবেশাধীন জাতির ইতিহাস, মাতৃভূমির সঙ্গে মানব সন্তানদের অদ্ভূত সম্পর্ক, যুদ্ধের ভয়াবহ ও প্রত্যক্ষ ফলাফল এবং রাজনৈতিক বিপ্লবের কথাও বাদ যায়নি এই উপন্যাস থেকে।
আলবেয়ার কামু একজন ফরাসি বংশোদ্ভূত আলজেরীয় দার্শনিক, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি ১৯১৩ সালের ৭ নভেম্বর তৎকালীন ফরাসি উপনিবেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৭ সালে অল্প বয়সে তার অসাধারণ সৃষ্টিকর্ম ‘দ্য স্ট্র্যাঞ্জার’ লিখে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আরও রয়েছে–দ্য প্লেগ, দ্য মিথ অব সিসিফাস, দ্য ফল, দ্য রেবেল ইত্যাদি। ১৯৬০ সালের ৪ জানুয়ারি দক্ষিণ ফ্রান্সের লুবেরন এলাকায় সড়ক দুর্ঘটনায় আলবেয়ার কামুর মৃত্যু হয়। তখন তার বয়স ছিল মাত্র ৪৬ বছর।
দ্য ফার্স্ট ম্যান উপন্যাসের অসমাপ্ত পান্ডুলিপি পাওয়া গিয়েছিল দুর্ঘটনাস্থলের কাদার মধ্যে। কামুর মেয়ে ক্যাথরিন কামু হাতে লেখা ১৪৪ পৃষ্ঠার এই অসমাপ্ত উপন্যাসটি টাইপ রাইটারে তুলতে সক্ষম হন। উপন্যাসের অবয়ব আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়া এবং জোড়াতালি দেওয়ার কঠিন কাজটি তিনি করেছিলেন ভাই এবং মায়ের সহায়তায়। উপন্যাসের মধ্যে কোনো কোনো জায়গায় যতি চিহ্নের ব্যবহার ছিল না কিংবা কম ছিল। সে সব দুর্বোধ্যতা কাটিয়ে উঠতেও সহায়তা করেছেন কামুর স্ত্রী।
উপন্যাসটি লেখা শুরু হওয়ার পর জীবদ্দশাতেই কামু এ উপন্যাসটি তার ‘শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম’ হবে বলে মন্তব্য করেছিলেন। পরবর্তীতে অনেক সমালোচক তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। ফরাসি ভাষায় লিখিত উপন্যাসটি প্রথমে ‘লা প্রেমিয়ার হোম’ নামে প্রকাশ করা হয় ১৯৯৪ সালে। এর পরের বছর ‘দ্য ফার্স্ট ম্যান’ নামে ইংরেজি অনুবাদে প্রথম প্রকাশ করা হয় ব্রিটেনে। কামুর মৃত্যুর এত বছর পর তার এ উপন্যাস প্রকাশ করার পেছনে ছিল তৎকালীন রাজনৈতিক কারণ। পরিস্থিতি অনুকূলে এলে তার পরিবারের সদস্য এবং বন্ধুরা এ উপন্যাসটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।
এসএ/