জাহাঙ্গীর জয়েস
একগুচ্ছ কবিতা
অপঘাতে মৃত্যু
বেশির ভাগ মানুষের অপঘাতে মৃত্যু হয়। হটাৎ করে ছড়িয়ে পরে মৃত্যু সংবাদ।
লোকে বলে সে বড়ো বিনয়ী ছিল। কেউ বলে সাহসী। কেউ বলে বেয়াদব।
বেশির ভাগ মানুষের অপঘাতে মৃত্যু হয়। লোকে বলে স্ট্রোক করেছিল।
হার্ট অ্যাটাক কিংবা দুর্ঘটনা। অনেকে বলে বহু দিন ধরে অসুস্থ ছিল।
বেশির ভাগ অপঘাতের মৃত্যুতে শোকাভিভূত
আপনজন জানে না নিখুঁত ঘাতকের নাম!
জল্লাদখানা
আমরা ঢুকে গেছি জল্লাদখানায়; শিশুবেলা
থেকে জল্লাদখানা জল্লাদখানা শুনতে শুনতে
ভুলে গেছি জল্লাদখানার মানে
আলো বাতাসে
ডুবে থেকে যেমন ভুলে যাই প্রাণ বৃত্তান্ত!
পাখির পালক ছিঁড়তে ছিঁড়তে, বৃক্ষের গায়ে
ব্রাশফায়ার করতে করতে আজ নরবলিতেও
নিখুঁত হয়ে গেছি আশ্চর্য রকম। রক্তস্নান শেষে
প্রার্থনায় রতো হই তুমুল: ইয়া রব, ইয়া রব—ক্ষমা করো
ক্ষমা করো!
প্রেতাত্মা
প্রাক্তন পাপীদের প্রেতাত্মারা আনন্দে, আহ্লাদে
পবিত্র হয়ে উঠছে; প্রস্তুত থাকো—তোমরা তো তাদেরই
বন্দনায় প্রফুল্ল, আত্মহারা!