শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-৪

নেই দেশের নাগরিক

হালেমা ভুল কিছু বলছেন না। নিটোল কোমরের এই তন্বী নদীটা আজ যেন সত্যিই একটা কবর। এই দুনিয়ার সব থেকে বড় গণকবর। জলের কবর। হদ্দিন শত শত মানুষকে হত্যা করে এই নদীর বুকেই ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। আর কুলকুল করে বয়ে চলা নদীটা বোবা হয়ে সেসব হাঁ করে গিলে নিচ্ছে। তার সহ্য না হলেও তাকে জোর করে সহ্য করতে হচ্ছে। তাকে চোখ বুজে মুক ও বধির হয়ে এই রাহাজানি হজম করতে হচ্ছে।

যন্ত্রণায় তার ভেতরটা ছটফট করলেও কিছুই করার নেই। সে যেন অপয়া। অভাগী। তার দুই তীরে মানুষের যে বসতি গড়ে উঠেছিল, সে বসতি আজ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এপারে আগুনের ভস্ম ওপারে ত্রিপল-ছাউনির পৃথিবী। দিনরাত দুই পার থেকে ভেসে আসা মানুষের মরণ আর্তনাদ শুনে শুনে সে পাষাণ হয়ে উঠছে। এপারে জাহলিয়াত বার্মিজ সেনাদের রোহিঙ্গা কোতল করার আস্ফালন আর ওপারে শরণার্থীশিবিরের ‘নেইদেশ’ মানুষদের না খেতে পাওয়ার বুক ফাটা কান্না। বাপটার মুখে কথা ফুটতে দেখে, নুহুর জানটা একটুখানি বল পেল। সে মনে মনে ভাবল, যাক এ যাত্রা মনে হয় বাপটা বেঁচে গেল। সবই আল্লাহর রহম। এবার জলদি জলদি দাড় টানি। কুতুপালং মনে হয় আর বেশি দূর নেই। নুহু আরিফাভাবির কোল থেকে মাথা তুলে হঠাৎ চনমনে হয়ে উঠল। লতিফা রফিক যেন তার মন থেকে আচানক নদীর জলে নেমে গেল। হনহন করে এগিয়ে গিয়ে বৈঠাটার হাতল খামচে ধরে মতিকে বলে উঠল, ‘বড়ভাই, তুমি হক্ত করে হালটা ধরে থেকো, তাড়াতাড়ি যেতে হবে। আব্বা এ যাত্রা মরণের কাছ থেকে ফিরে এসেছে। ভোরের মধ্যেই হেকিমপাড়া বর্ডার পৌঁছাতে হবেই। কুতুপালং বড্ড দূর হয়ে যাবে।’
‘আল্লাহ মনে হয় আরেকবার সুযোগ দিল রে।’ দু-হাত উপরে তুলল মতি। মনে মনে আল্লাহকে ‘শুক্রিয়া’ দিল। চোখে মুখে ঠিকরে পড়ল খুশির অশ্রু।

‘সুযোগ না ছাই, ওই আল্লাহর উপর আমার কোনো ভরসা নাই। যে আল্লাহ এতবড় নিষ্ঠুর কাফের লোকেদের উপর গজব দিতে পারে না, সে আল্লাহ মানুষের কী কাজে লাগে? মানুষের জন্যেই তো আল্লাহ নাকি? মানুষ যদি বেঁচে নাইই থাকবে তো আল্লাহর ইবাদত কে করবে? পাথর ছাই করবে?’ বিড়বিড় করে ওঠেন হালেমা । ছইয়ে হেলান দিয়ে জুবুথুবু হয়ে বসে আছেন। মাথার ঘোমটাটা চোখের ভ্রূ ছুঁয়ে চোখের পাতায় টোকা মারছে। কয়েকটা ধবধবে পাকা সাদা চুল ঘোমটার ভেতর দিয়ে চোখে এসে পড়ছে। সে চুলে নদীর পুবালি হাওয়া লেগে ফিনফিন করে নড়ছে। এই মুখে একসময় চাঁদের আলো পড়লে মুখটা রূপোর মতো জ্বলজ্বল করত। যেন মনে হত, একমুখ রূপো ঘোমটার আড়ালে লুকিয়ে রয়েছে। আর আজ দুশ্চিন্তা ঠেঁটেবেঁটে লাগানো। কেমন যেন পাংশু কেলঠে হয়ে উঠেছে। দাঁড়টা ধরে যেই হ্যাঁচকা টান দিয়েছে নুহু অমনি আরিফা চিৎকার করে উঠল! ‘কী হল?’ চোখ গরম করে তাকাল মতি। আরিফা তার ঢ্যালা চোখ ঢেঁড়িয়ে বলল, ‘লাল আলো!’
‘লাল আলো! কোথায়?’ ভ্রূ টান করল মতি।
‘কোন দিকে?’ খাড়া হয়ে দাঁড়াল নুহু। এদিক ওদিক ছ্যাৎ ছ্যাৎ করে সন্ধিগ্ন দৃষ্টি ফেলল। চোখজোড়া গামলা হয়ে উঠছে দুজনেরই। আরিফার আর কথা বের হচ্ছে না। সমস্ত কথা যেন ভয়ে গলায় এসে আটকে যাচ্ছে। তার গা হাত পা মানকচুর গাছের মতো হলহল করে হালছে। সে আলগোছে তার ডান হাত শূন্যে তুলে নৌকোর ছইয়ের গা দিয়ে দক্ষিণ-পূর্ব কোণটায় ইশারা করল। মতি এবং নুহু দুইভাইএর চোখের মনিদুটো টিপ্পির মতো চৌপর ঘুরে আরিফার দেখানো কোণটায় এসে থির হয়ে গেল। যেন কে বা কারা কোটরের মধ্যে পেরেক দিয়ে মণিদুটো পুঁতে দিল। নুহু শুকনো গলায় একটা শুকনো ঢোক গিলে ফিসফিস করল, ‘তাই তো!’ মতির গলা কেঁপে উঠল, ‘হাই আল্লাহ, এবার উপায়!’ তারা দেখল, আলোটা পিটিস পিটিস করতে করতে এদিকেই আসছে! আলোর তীব্রতা দেখে তারা আন্দাজ করল, চার-পাঁচ মাইল দূরে হবে। নুহু বলল, ‘শালোরা, পানিতেও ওত পেতে আছে!’
‘পানি কি ওদের বাপের?’ রাগে চিড়বিড় করে উঠল মতি।
‘গোটা দুনিয়াটা ওদের বাপের রে খোকা। কতি গিয়ে আর বাঁচবি? যেখানেই যাবি, ওই জল্লাদরা ঠিক ফণা তুলে আছে।’ হালেমা বিড়বিড় করে অভিশাপ দিতে লাগলেন। আঁচলে গিঁট দিচ্ছিল আরিফা। সে বিরক্ত প্রকাশ করল শাশুরির উপর, ‘মা, ছেলেদের কথার মধ্যে কথা ঢুকায়ও না তো?’
‘নুহু, তুই নৌকা ঘোরা। আরও দক্ষিণে টান। দরকার হলে থাংখালীর দিকে টান মার। উজানের দিকে যাওয়া আর ঠিক হবে না।’ মতি কিছু একটা ঠাহর করে কথাটা বলল। সে হালের বাঁধনটায় আরও একটা ফাঁস দিয়ে জাব্দা করে ধরল। বিপদ এবার স্থল থেকে জলে নেমে এসেছে। যেন পিছু ছাড়ছে না। এ কি কপাল চওড়া নাক বসা বার্মিজ সেনা, না বার্মিজ সেনার রূপের ভেতরে লুকিয়ে রয়েছে আসলে জান কবজের ফেরেশতা আজরাইল? ভাগ্যিস আজ আকাশে চাঁদ নেই। অন্ধকার ঢলে আছে নদীর বুকে। জ্যোৎস্না থাকলে আজ তাদের রেহাত হত না। চাঁদের আলোয় চিকচিক করত নদীর উপরে ভেসে থাকা তাদের এই মাঝারি ‘ঘাটবাড়ি কৌশা’ নৌকাটা। নৌকোর ছইয়ে মাখানো আলকাতরা চাঁদের আলোয় ঝিলিক মারত। ফলে খুব সহজেই বার্মিজ সেনাদের চোখে পড়ে যেত তারা। বাঁচার আর কোনো পথই থাকত না। এই নাফ নদীর বুকেই হয়ে যেত তাদের ইহকালের ইন্তেকাল।

লাল আলোটা যেন বারুদের গোলার মতো ধেয়ে আসছে। নুহু জোরে হাত চালাল। মতিও ভাইকে যোগ্য সঙ্গ দিল। নৌকোটা ঢেউ ওঠা নীল জল কেটে সন সন করে এগোতে থাকল। নুহু বলল, ‘নদীতে পানি মনে হয় বাড়ছে গো’
‘হ্যাঁ, জোয়ার ঢুকছে।’ বলল মতি।
‘ভালোই হল। স্রোতে নৌকোর গা লাগাই। আমরা তো স্রোতের অনুকূলেই যাচ্ছি?’
‘ওরাও তো স্রোতের অনুকূলেই আসছে। বরং ওরা তাড়াতাড়ি চলে আসতে পারবে। ওদের ইঞ্জিন লাগানো বোট। ওদের কি পেরে উঠব আমরা?’ গায়ে জ্বার কাঁটা দিলে যেমন গা’টা হেলে ওঠে কথাটা বলার সময় মতির গলাটা সেভাবেই হেলে উঠল। এই বুঝি খামচে ধরল বিপদ। নুহু ভাবল, মতিভাই তো ঠিকই বলছে। জোয়ারে তো ওদেরই বেশি ফায়দা। মনে কি যেন একটা অঙ্ক কষল নুহু। হাতের কব্জি শক্ত করে মিনমিন করল, সোজাপানে না গিয়ে আরও পশ্চিমে বেঁকে দক্ষিণসোজা টান মারি, ব্যস, তাহলেই দৃষ্টির বাইরে। সে মতিকে ভাবনাটা বলল, ‘ভাই, পশ্চিমে বেঁকে দক্ষিণে হাল দাও, উখিয়ার ঘা ঘেঁষে যাই, তাহলে উচিপুরং ক্যাম্পে উঠব।’
‘তাইই কর। ওটাই মনে হয় ভালো হবে।’ ঘাড় হেলাল মতি। ধুকপুক করে মতি আল্লাহকে ডাকতে লাগল। হালটাকে ডানে কাত করে টেনে ধরে ভয় মাখা গলাটা ফিসফিস করে বলল, ‘কুপিটা নিভিয়ে দাও, আরিফা।’ স্বামীর মুখ দিয়ে যেই কথাটা বেরিয়েছে, অমনি ফুক করে ফুঁ দিয়ে কুপিটা নিভিয়ে দিল আরিফা। ঝুপ করে এক নদী অন্ধকার গিলে ধরল নৌকোটাকে। অন্ধকারে কারও মুখ আর দেখা যাচ্ছে না। শুধু অন্ধকারের যে একটা নিজস্ব চোরা আলো আছে, তাতে মানুষগুলোর চোখের মণিগুলো বিন্দুর মতো জ্বলছে। নুহু মতির সেই আলোর বিন্দুটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘ভাই, তুমি এ রাস্তাটা ভালো করে চেনো তো? আমি অবশ্য অনেকদিন আগে একবার উচিপুরং গেছিলাম। এখন ঠিক মনে নেই।’
‘আমি চিনি। তোর চিন্তা নেই।’ অভয় দিল মতি। মতির যে এ তল্লাটের কমবেশি সবই চেনা। নদীর উছাল, নদীর ভেক, নদীর ভোল, হেঁয়ালি-খেয়ালি, গভীরতা, সে গভীরতার ধরন, জলের রঙ, রঙের রকম, সে জল মিষ্টি না নোনতা সব চেনা মতির। এই নদীতে মাছ ধরেই তো তার দিনগুজরান। যখন এই হুলুস্থুল ছিল না, এই খুনখারাপি ছিল না, তখন রাতকে রাত এই নদীর বুকেই পড়ে থাকত মতি। নদীই ছিল তার ভাত-রুটি। দল বেঁধে আবার কখনো কখনো একা ডিঙি নিয়ে মাছ ধরতে চলে আসত মতি। নুহু মাঝেসাজে মাছ ধরলেও মূলত সে চাষ আবাদ করে। মতি মূলত মাছই ধরে। আসলে জাফরের তো সেরকম জমিজমা নেই যে, সব বেটা তাতে আবাদপানি করে খাবে। যা এট্টু আট্টু আছে, নুহুই দেখভাল করে। মতি নদীতে মাছ ধরে দংখালীর হাটে বিক্রি করে। কখনো কখনো মংডুর মেছোয়া বাজারেও মাছ চালান করে। তার কমপুঁজির কারবার টেনেটুনে চলে যায়। মাঝেসাজে মহাজনদের কাছে হাত পাততে হলেও, সেভাবে দেনায় জড়িয়ে যায় না। অন্যদিকে নুহু তাদের দংখালীর গাবতলার মাঠের বিঘেখানেক নাবাল জমিতে বছরে দু বার ধান চাষ করে। আউশ-আমনে তার গা-গতর তখন ফসল হয়ে ওঠে। যে বছর মেঘে ভালো বৃষ্টি হয় সে বছর তো কুঠিগুলো ভরে ওঠে। সচ্ছলতার এই সময়টায় সে বৌয়ের জন্যে হাট থেকে তাঁতের নতুন কড়কড়ে শাড়ি কিনে আনত। যেন পরব পরব ভাব। কোনো কোনো বার মরসুম ভালো থাকলে, হাওয়ার খেয়াল ভালো থাকলে, শস্যপাতিও ভালো হয়। নুহু নিজেদের এই বিঘেখানেক জমি আবাদ করা ছাড়াও বছরভর পরের জমিতে জনমুনিশ খাটে। লতিফা দুখ কাঁদলে, নুহু বলত, গরিবের সংসারে অ্যাই ই ঢের। অত ধনদৌলত কি আল্লাহ আমাদের কপালে লিখেছেন? না, অত ধনদৌলত আমরা সামলে রাখতে পারব? দুবেলা দুটো ডালভাত হয়ে গেলেই তো হল। আবার কী?
এদিকটায় নদীর জল কিছুটা নীলচে। আয়নার মতো একেবারে টলটল করছে। নদীটা আরাকান প্রদেশের আকিয়াবের এই দিকটায় এসে হাঁসুয়ার মতো বেঁকে গেছে। পশ্চিমে বাংলাদেশের টেকনাফ উপজেলা। একটা নদীর দুইপারে দুই দেশ। ভাগ্যিস ওপারে একটা হিতাকাঙ্ক্ষী পরদেশ আছে। তা নাহলে তাদের একজনও হয়ত এই দুনিয়ায় বেঁচে থাকত না। নুহু, মাথা ঝুঁকিয়ে নদীর তলদেশে কি যেন খুঁজল। এখন অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে, নদীর অনেকটাই তলা দেখা যেত। দেখা যেত, হরেক জলজ উদ্ভিদ। ছত্রাক শ্যাওলা। পানিকামড়ির ঝোপ। খিলখিল কিলবিল করে বেড়াচ্ছে নানা প্রজাতির প্রাণী। জীবজন্তু। মাছ। জলের পোকা। নিজের দেশে নিজের দুনিয়ায় নিশ্চিন্তে বেঁচেবর্তে আছে। নুহু আরও একটু মাথা ঝোঁকাল। কপালটা নৌকোর খোলের কিনারায় এসে ঠক করে লাগল। নুহুকে এভাবে বারে বারে ঝুঁকতে দেখে, মতি বিরক্ত হল, ‘ওভাবে কী মাহাল দেখছিস? উল্টে পড়ে যাবি তো?’
মতির কথা কিছুই শুনতে পেল না নুহু। সে যে এখন আর নৌকোতে নেই। দেহ-মন ঢেলে নদীর গর্ভে চলে গেছে। সে ধীরে ধীরে নেমে যাচ্ছে নদীর চারশ ফুট গভীরতায়। নদীর তলাতেও কি মাটি আছে? সে মাটিতেও তো বাস করে অসংখ্য জীবজন্তু। কই, তাদেরকে তো কেউ ভিটেছাড়া করে না? হাই আল্লাহ, এই দুনিয়াতে পোকামাকড়েরও দেশ আছে, অথচ আমাদের কোনো দেশ নেই! নুহু জলের তলায় কি যেন হন্যে হয়ে খুঁজছে। পাচ্ছে না। এদিক ওদিক হাত চালাচ্ছে। গলা ছেড়ে ডাকছে, ‘রফিক, রফিক, কই গো লতিফা, তোমরা কোথায়? এই দেখো, আমি চলে এসেছি। তোমাদের আর কোন চিন্তা নেই।‘

আচমকা নুহুর হাত থেকে বৈঠাটা ফস করে ফসকে গেল! টাল খেয়ে পড়ল নুহু। মতি খিজলিয়ে উঠল, ‘কী মাহাল অত ভাবছিস? একেবারে নদীর পানিতে হুমড়ি খেয়ে পড়ছিস!’
‘কিচ্ছু না।’ আলগোছে বলল নুহু। বৈঠাটা হাত থেকে ফসকে হাতটা হাল্কা হয়ে যাওয়াই, তার ঘোর ভাঙল। সে মতিকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই, কথায় অন্য ফাংড়ি জুড়ল। বলল, ‘আচ্ছা ভাই, আল্লাহ যদি ফুঁ দিয়ে এই নদীটা শুকিয়ে দেন, তাহলে কী হবে!’

চলবে…

আগের পর্বগুলো পড়ুন>>>

নেই দেশের নাগরিক: পর্ব-৩

নেই দেশের নাগরিক: পর্ব-২

নেই দেশের নাগরিক: পর্ব-১

আরএ

Header Ad
Header Ad

দিনাজপুরের বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

"শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে।

শনিবার (১৯ এপ্রিল) বিরামপুর থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মারুফত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আনোয়ারুল ইসলাম, ড. মুহাদ্দিস এনামুল হক, বিএনপির বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা আমির হাফিজুল ইসলাম, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরণ আলম, ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলামসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পুলিশ সুপার মারুফত হুসাইন তার বক্তব্যে বলেন, “প্রথমে আমি আমার পুলিশকে ঠিক করেছি। এখন আমাদের সামনের দিনগুলো ভালো প্রত্যাশা চাই। আমরা আমাদের সমাজে আর কোনো অপরাধ করতে দেব না এবং এই জেলাকে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকমুক্ত করব ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা এবং সহযোগিতাই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। তাই সবাইকে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

পাকিস্তানের বিপক্ষে বড় হার, শঙ্কায় বাংলাদেশের নারী বিশ্বকাপ স্বপ্ন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষে টানা তিন জয়ে শীর্ষে ছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শক্ত প্রতিপক্ষের মুখে পড়ে একের পর এক হারে এখন অনিশ্চয়তায় পড়েছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার (১৯ এপ্রিল) লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২১ রানের মধ্যেই ফিরেছেন তিন ব্যাটার—ফারজানা হক (০), দিলারা আক্তার (১৩) ও অধিনায়ক নিগার সুলতানা (১)। এরপর শারমিন আক্তার ও রিতু মনির ৪৪ রানের জুটি এবং রিতু ও নাহিদা আক্তারের ৪৭ রানের জুটি কিছুটা স্থিতি আনলেও তা বড় সংগ্রহ গড়তে পারেনি। রিতু মনি করেন ৪৭ রান, আর ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪৪ রানে। ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৭৮ রান। পাকিস্তানের সাদিয়া ইকবাল ২৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

 

ছবি: সংগৃহীত

জবাবে পাকিস্তানও শুরুতেই শাওয়াল জুলফিকারকে হারায়, যাকে এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। তবে এরপর সিদরা আমিন (৩৭), মুনিবা আলি (৬৯), আলিয়া রিয়াজ (৪৮*) এবং নাতালিয়া পারভেজ (১৩*) মিলে ৩৯.৪ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান।

এই হারের ফলে বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে +০.৬৪-এ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট এখন -০.২৮। ফলে এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। ক্যারিবিয়ানরা যদি বড় ব্যবধানে না জেতে, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ব্যর্থতা, ব্যাটিং দুর্বলতা এবং ধারাবাহিকতা না থাকায় কঠিন হয়ে উঠেছে টাইগ্রেসদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। এখন সব কিছু নির্ভর করছে অন্য দলের পারফরম্যান্সের ওপর, যা নিঃসন্দেহে বাংলাদেশ নারী দলের জন্য উদ্বেগের বিষয়।

Header Ad
Header Ad

ঘুষ-দুর্নীতির অভিযোগ জানানো যাবে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে

ছবি: সংগৃহীত

ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে এখন সরাসরি ই-মেইলে অভিযোগ জানানো যাবে স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং যথাযথ প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি জানান, দুই মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো সংস্থা বা দফতরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ চাওয়া, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে তা ই-মেইলে জানাতে পারবেন সেবা গ্রহীতারা।

অভিযোগ পাঠানোর ঠিকানা:
advisorasifofficial1@gmail.com

পোস্টে বলা হয়, অভিযোগের সঙ্গে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করলে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।

"জনস্বার্থে এই উদ্যোগ। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সক্রিয় নাগরিক অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় প্রেরণা।"

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করছেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এটি একটি সাহসী পদক্ষেপ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দিনাজপুরের বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পাকিস্তানের বিপক্ষে বড় হার, শঙ্কায় বাংলাদেশের নারী বিশ্বকাপ স্বপ্ন
ঘুষ-দুর্নীতির অভিযোগ জানানো যাবে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, মায়ের স্বীকারোক্তি
টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ উপদেষ্টা
রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারত: রিজভী
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালই যেন নিজেই অসুস্থ!
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়: জিএম কাদের
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে পরিচালক সৃজিত মুখার্জি
জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশু সেহেরিশের লাশ উদ্ধার
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার
লাল কাপড়ে ঢাকা হবে দেশের সব পলিটেকনিকের ফটক
৬০ বছর বয়সে বিয়ে করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ