মারা গেলেন শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু
খ্যাতিমান শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক আশরাফুল আলম পিনটু। ছবি: সংগৃহীত
খ্যাতিমান শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক আশরাফুল আলম পিনটু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশরাফুল আলম পিনটুর মৃত্যুর খবর নিশ্চিত করে তার সহকর্মী কাওছার মাহমুদ জানান, সোমবার রাত আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পিনটুকে। আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।
আশরাফুল আলম পিনটু ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস রাজশাহীর শালবাগান। সেখানেই শৈশব-কৈশোর কেটেছে। ছেলেবেলা থেকেই তার লেখার মূল অনুষঙ্গ ছিল ফুল, পাখি ও প্রকৃতি।
১৯৭৬ সালে তার প্রথম লেখা প্রকাশ পায়। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ও কলাম বড়দের জন্য মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশত। ছড়ার বই তালপাতার বাঁশি, গল্পের বই শ্মশানতলির সার্কাস, উপন্যাস টুপিন ভাই জিন্দাবাদ, দাদুর বেড়াল, শৈশববিষয়ক রূপকথা নয় চুপকথা তার উল্লেখযোগ্য বই।
কর্মসূত্রে সম্পাদনা করছেন দৈনিক যুগান্তরের ছোটদের পাতা ‘আলোর নাচন’। এছাড়া সম্পাদনা করেছেন শিশু-কিশোরদের পত্রিকা ‘কিশোর’। লেখালেখির জন্য এম নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ইউনিসেফসহ বেশকিছু সম্মাননা পেয়েছেন তিনি।