শনিবার, ২৯ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-২

নেই দেশের নাগরিক

‘ওটা নাকি আমাদের দেশ নয়! আমাদের গাঁ-গঞ্জ নয়! বাপ দাদো (ঠাকুরদা) তার দাদো তার দাদো যুগযুগ ধরে বাস করে মরে ভূত হয়ে গেল, আর এখন বলছে, ও দেশ নাকি আমাদের নয়!’ ডুকরে উঠলেন হালেমা। তারপর দাঁত কামড়ে খিস্তি দিলেন, ‘ল্যাড়খেকের ব্যাটারা, বিশ্বাস না হয় তো কবর খুঁড়ে দ্যাখ গে।’

নিস্তব্ধ নদীর রাতে এক অভাগিনীর কান্না আকাশ বাতাসকে কাঁপিয়ে দিচ্ছে। নদীও কুলকুল করে উঠছে। নদীও তো মা। সেও তো জীবনের জন্ম দেয়। সেও তো বোঝে ভিটে ছাড়ার যন্ত্রণা। এ তো শুধু শুধু এক ভিটে ছেড়ে অন্য ভিটেই উঠে যাওয়া নয়? এক ঠিকানাহীন গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়া। এর শেষ কোথায় কেউ জানে না। আদৌ কোনো ভিটের ছোঁয়া মিলবে না এই নীল কালাপানির ওপর অনাহারে থেকে থেকে আল্লাহর আসমানে উঠে যেতে হবে, একমাত্র সেই আসমানের আল্লাহই জানেন। এই নীল দরিয়া থেকেই রক্ত-মাংসের খোল নিংড়ে আল্লাহর রহম করা রুহুটা হয়ত আল্লাহর ফেরেশতা ছিনিয়ে নেবেন! আরিফা গায়ে একখানা আস্ত কাঁথা, কাঁথার ওপরে একটা ময়লা চ্যাটচেটে চাদর চরিয়ে ধুঁকাতে ধুঁকাতে হালেমার কোলের কাছে এসে ঘাপুস মেরে বসল, ‘মা, আর কাঁদেন না, আমাদের কাঁদন শোনার জন্যে কেউ নেই! আল্লাহ তো কবেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে আমরা মানুষ নই, পোকা-মাকড়।’

‘পোকা-মাকড়েরও দেশ আছে রে মা, আমাদের যে তাও নেই!’ হাউমাউ করে উঠলেন হালেমা। তারপর থুত্থুরে হাত দিয়ে বুক থাবড়াতে থাবড়াতে জিকির তোলার মতো বলতে লাগলেন, ‘ছেলেপিলে জন্ম দেওয়াই আমার পাপ হয়েছে। আগে জানলে, সবকটাকে পেটেই শেষ করে দিতেম। এ পোড়া দেশের মুখ দেখতে দিতেম না। মাথা গোঁজার ঠাঁই যখন দিতে পারব না তখন জনম ক্যানে দেব? তারপর হাশরের ময়দানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে ঠিক বুঝে নিতেম, দেশ দিতে পারবেন না তো জন্ম ক্যানে দিয়েছিলেন? মানুষ না বানিয়ে জিন-পরি ক্যানে বানাননি? গাছে ডালে, হাওয়াই হাওয়াই থাকতেম। কোনো দেশ লাগত না। ‘জ্বর গায়ে আরিফা শাশুড়ির পিঠে আলতো করে হাত দিলেন। মিনমিন করে বললেন, ‘মা, কী আর করবেন, কপালে আল্লাহ এই লিখে দিয়েছেন। নদীতে পড়ে পড়ে না খেয়ে, না নেয়ে মরব। তারপর আল্লাহর দেওয়া এই রক্ত-মাংসের দেহটা নদীর পানিতে পচে পচে পোকামাকড়ের পেটে চলে যাব।’

‘আল্লাহর দোহায়, তোমরা একটু থামবে? তোমাদের বকবকানি আর সহ্য হচ্ছে না।’ বিরক্ত হয়ে উঠল নুহু ।
‘আমি তোদের কাছে কিচ্ছু চাই নে, শুধু তোদের এই হতভাগা বাপটা যেন একটু কবরের মাটি পায়। তোরা মাটির পানে নিয়ে চল। আমিও চোখে মাটি দেখে মরতে চাই।’ বুক থাবড়াতে থাকেন হালেমা। তার জুবুথুব শরীরটা ন্যাকড়ার মতো মুচড়ে যাচ্ছে। চোখ টাটিয়ে উঠল নুহু ‘এখন কী করে জান বাঁচাব তাই ভেবেই কূল পাচ্ছি নে, আর মাটির খোঁজ করব?’ নুহু হাড়ে হাড়ে বুঝছে, হিংস্র বার্মিজ সেনাদের হাত থেকে বাঁচতে তার কলিজার জানটা কণ্ঠে এসে ধুকপুক করছে। গতরাতের জাহান্নামি দৃশ্যটার কথা মনে পড়লেই, তার রুহুটা শরীরের হাড়ে মজ্জায় কটমট করছে। মাথার ঘেলুতে আতঙ্কের সূচ পটাম পটাম করে ফুটছে। ওরা কি মানুষ? মানুষের রূপ নিয়ে এত দজ্জাল হতে পারে? কবরের আজাবের সাপের থেকেও ভয়ংকর! ওদের জানে এতটুকুও কি মায়াদয়া নেই? ইনসানের রুহু হলে তো একবারের জন্যেও হাত কাঁপবে। জান টাটাবে। আল্লাহ ওদেরকে কী দিয়ে বানিয়েছেন? পাথরকে ঠুকলেও তো কখনও কখনও জল বের হয়, কিন্তু এরা তো পাথরের থেকেও পিশাচ।

নুহু তার মা হালেমার ওপর চিড়বিড় করে উঠলেও, মনে মনে কাঁদছে। একজন মা কী আর চান? তার সন্তানের জন্যে একটা মাথা গোঁজার ঠাঁই আর একপেট ভাত, ব্যস। কিন্তু হালেমা তো এর কিছুই দিতে পারলেন না! কোনরকমে টেনেটুনে চলা নুন আনতে পান্তা ফুরনোর সংসারে মাথা গোঁজার ঠাঁইটুকুও পর হয়ে গেল! ওসব এখন তার কাছে পরদেশ। ওদেশে তার কোনো অধিকার নেই। ওমাটিতে যে শেকড় পোঁতা হয়েছিল, সে শেকড়ের জড় নাকি অন্যদেশের! তাঁরা নাকি বহিরাগত! ভিনদেশের মানুষ! মুখে ঝাঁটা মারতে হয়। মনে একটা গল্প এলো আর সে গল্পটাকে ফাঁদিয়ে রাষ্ট্র করে দিলেই হল? মানুষ কি কাগজের ঠোঙা, যে হাওয়াতে উড়ে চলে এল? আল্লাহ কি আসমান থেকে নেমে এসে আদমকে বলে গেছিলেন, এই আদম তোর এই ছেলের দেশ এটা আর ওই ছেলের দেশ ওটা? আল্লাহ তো এই দুনিয়ার সবকিছুই মানুষের জন্যে সৃষ্টি করেছেন। সবকিছুর মালিকই তো আল্লাহ। তাহলে মানুষ কেন খামোখা আমার আমার করে? নুহু তার বাপের হাড়জিরজিরে বুকটা ডলে দিতে দিতে মনে মনে ‘লায়লাতুল কদর’ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া মাঙছে, হে পরবরদিগার, হে রহমানের রহিম, হে মাবুদ, যতক্ষণ না কোন মাটির দেখা না পাচ্ছি ততক্ষণ তুমি আমার আব্বার জান কবজ করো না। আব্বার শেষ ইচ্ছে পূরণ না হলে যে আমরা কেউই কোনদিন ভিটেমাটি পাব না। আলি জাফর স্বপ্নাদেশ পেয়েছেন, তার মৃত লাশ যদি কবরের মাটি না পায়, তাহলে তার বংশধররাও কোনোদিন বাস করার মাটি পাবে না। আজীবন ছিন্নমূল হয়েই থাকতে হবে। আর তিনি যদি কবরের মাটি পান তাহলে, তার স্বজাতিরা এই মংডুতেই দেশ ফিরে পাবে। রাখাইনই হবে তাদের দেশ। শেষ কথাটা শুনে নুহুর মন নেচে উঠেছিল। খিলি পান মুখে হালেমাও মনে মনে খিলখিল করে উঠেছিলেন।

ঘোলা চোখদুটো থির হয়ে তাকিয়ে থাকেন আলি জাফর। সেভাবে চোখে দেখতে পান না। ডানদিকের চোখটায় কবেই ঝাপসা নেমে এসেছে। আর যখন ডান দিকের চোখটাই কম দেখতে শুরু করলেন, তখন থেকেই গণ্ডগোলটা হুলুস্থুল পাকল। একেবারে কচুকাটা করে মানুষ কাটতে লাগল ওরা। একের পর এক এলাকা দখল করে নিতে থাকল। রক্তে ধুইয়ে যেতে লাগল বুথিডং, মংডুর বিভিন্ন এলাকা। ফলে চোখের ডাক্তার দেখাতে যাওয়ার আর ফুরসত থাকল না। আলি জাফর স্বপ্নেও ভাবেননি যে এভাবে চোখের ছানির অন্ধকার জীবনের অন্ধকারে বদলে যাবে। জীবনের বেঁচে থাকাটাই হারাম হয়ে যাবে। নিজভূমে হয়ে যাব পরবাসী। যে বাপ-ঠাকুরদার মাটিতে এতবছর ধরে ফসল ফলিয়ে আসছি, সে মাটি নাকি আমাদের না! যে নদীতে এত্তবছর ধরে মাছ ধরে আসছি সে নদী নাকি আমাদের না! যে মাটির ফসল খেয়ে বংশের পর বংশ ভূত হয়ে গেল, যে নদীর জলে গোসুল করে জীবনের কত বেলা কেটে গেল, সেসব নাকি আমাদের না! আমরা নাকি উড়ে এসে জুড়ে বসেছি!

‘ভাই, বাঁয়ে কাত করো, কী যেন একটা শুসে আসছে!’ নদীতে কী একটা দেখে চমকে উঠল নুহু।
‘কই? কোথায় রে?’ অন্ধকারে খুঁটল দৃষ্টি হাতড়াল মতি। চোখ আরও ফেড়ে উঠল তার। নৌকোর পুব দিকের দক্ষিণ-পূর্ব কোণটা হাত দিয়ে দেখিয়ে নুহু থতমত করে বলল, ওই তো, ওই যে ওদিক থেকে ধেয়ে আসছে!’ পিঠ কুঁজো কিছু একটা দেখে মতি আন্দাজ করল, ‘কুমির মনে হয়!’ ভ্রূ কপালে তুলে নুহু চোখ ঘুলিয়ে বলল, ‘তুমি বল্লমটা পোক্ত করে ধরো। নিশানা যেন মিস না হয়।’ নুহুর কথায় মতি পরনের লুঙ্গিটা নেংটি মেরে পাটাতনের ওপর শুইয়ে রাখা সূচালো বল্লমটা দুই হাতের তালুতে এঁটে ধরল। এক পা পাটাতনের আমকাঠের তক্তায় আর এক পা বাঁশের বাতায় আঙুল খামচে, দুই পা ফাঁক করে চোখ ফেড়ে দাঁড়ালো নুহু। যেন অন্ধকার নদীর বুকে এক বীর কালবাওস ছো মেরে দাঁড়িয়ে আছে! যেন কুমিরটাকে এক কোপে ফেড়ে ফেলবে! নৌকোটা ধিরধির করে এগোতে থাকল। নৌকোটা যেদিকে যাচ্ছে সেদিক থেকেই জিনিসটা ধেয়ে আসছে। নুহু তার ধুকধুক করতে থাকা বাপটার গায়ে আচ্ছা করে কাঁথা মুড়ে দিয়ে, লম্বা পাশনিটা হাতের মুঠোয় জাব্দা করে ধরেছে। নুহু দুই হাঁটু মুড়ে, পেটটাকে হাঁটুতে ঠেকা দিয়ে নৌকোর খোলে ঘাপটি মেরে ফিসফিস করে বলতে থাকল, ‘মা, তোমরা সব টাপার ভেতরে লুকিয়ে পড়ো। কেউ বাইরে বের হবে না।’

‘আর বেঁচে থেকেই বা কী করব? আজ না হয় কাল, ঠিক মরতে হবেই। হয় শয়তানদের হাতে না হয় কুমিরের পেটে।’ বিড়বিড় করে উঠলেন হালেমা। ‘মা ভেতরে চলো তো’ বলেই আরিফা খিটমিট করতে থাকা শাশুড়িটাকে টাপার ভেতরে টেনে ঢোকাল। হালেমার কি আর দেহের সে বল আছে যে ছেলের বৌর ঠেলাকে অগ্রাহ্য করেন? আঠাত্তর বছরের মাজাভাঙা শরীরটা ধনুকের ছিলার মতো বেঁকে কবেই পড়ে গেছে। গালে চহলে বাবলা ছালের ভাঁজ। হাড়ের গাঁটে গাঁটে বাতের ব্যামু। কনকনে যন্ত্রণাটা টনটন করে উঠলে, হালেমা ছিনবিন করে বলে ওঠেন, এই দেখো, আজরাইল এবার হাড়ে বাড়ি দিতে শুরু করেছে। যাওয়ার সময় এল বলে! হালেমা যুবতী বয়সে ‘দেখনাওয়ালি’ ছিলেন। তার গা-গতর থেকে জ্যোৎস্নার মতো রূপ ঝরে ঝরে পড়ত। হলুদবাটা গায়ের রঙ। টিকালো নাক। ফালি চোখ। চেরি ফলের মতো ঠোঁটের রঙ। মাথায় খোঁপা ভরা চুল। সবাই ঠাট্টা করত, তোর মাথায় তো এক পেছে চুল রে! কোমর ছিল ঢেঁকির মতন। খুউব অল্প বয়সেই বুকের কলিগুলো দোপ হয়ে উঠেছিল। সৌন্দর্যের সব রূপকে মিলিয়ে উচ্চতাও ছিল প্রায় সাড়ে পাঁচ ফুট। বিহঙ্গের মতো এদিক ওদিক উড়ে বেড়াতে বেড়াতে হুট করে আলি জাফরের হাতে ধরা দিলেন একদিন। জাফর ছিলেন তাদের বাড়ির কিষেন। গরুর লেজ আর লাঙলের ঈশ ধরে তার দিন যেত।

নৌকোর খোল থেকে ফুঁসছে নুহু। সে একেবারে পাশনির কোপ মারার জন্যে ডান হাতটাকে ওপরে তুলে খাড়া করে ধরে আছে। এই মারল বলে! তার ভেতর রাগে কটমট করছে। আবার একটা ভয়ও দানা বাঁধছে। ভয় তো একটা হবেই, কুমির বলে কথা। যদিও সে কতদিন ধারালো চাকু দিয়ে কুরবানির পশু জবেহ করেছে। ছুরি দিয়ে সে পশুর গায়ের চামড়া ছিলেছে। দা দিয়ে চিড়েছে হাড়। তবুও একটা ভয় তার শরীরে দলা পাকিয়ে উঠছে। আসলে একটা জানের ভয় যখন একটা মনকে ভেঙে তচনচ করে দেয়, তখন অন্য চুটকে পুটকে ভয়ও যেন দানব হয়ে ওঠে। বিষ না থাকলেও গোখরোর মতো ছোবল মারে। নুহুদের এখন সেই হাল। ডাঙ্গার বার্মিজ সেনাদের ভয়, জলের তলে এসেও যেন কামড় বসাচ্ছে।

‘থামো, আমিও আসছি’ বলেই হাতে হাঁসুয়াটা নিয়ে তেড়ে এল আরিফা। মতি চোখ উল্টে ধমকে উঠল, ‘তুমি আবার কোথায় আসছ? মেয়ে মানুষে মদ্দানি? একদম টাপার ভেতর থেকে বের হবে না।’ জলের দিকে সতর্ক দৃষ্টির খেজাল ফেলে বিড়বিড় করে উঠল মতি, ‘কুমিরের ঠাপ তো কোনদিন খাওনি। একবার হাঁ করলেই, বাপ চোদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। ঘাপটি মেরে বসে থাকো।’ পারলে বৌটার চুলের মুটি ধরে আড়ালে বসিয়ে দেয় মতি।

‘ভাবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ কি আলু-পটল পেয়েছ নাকি? ব্যাটা ছেলের কাজ ব্যাটা ছেলেকে করতে দাও।’ নৌকোর খোল থেকে খিচখিচ করে উঠল নুহু। কোনা কথায় গা করল না আরিফা। ধারালো হাঁসুয়াটা নিয়ে মরদটার পাশে গিয়ে দাঁড়াল। ভাবল, আর লুকিয়ে থেকেই বা কী লাভ। মরতে যখন বসেছি, হয় একসাথে মরব, আর না হয়, একসাথে বাঁচব। নাহ, আর হাতে চুরি বালা পরে বসে থাকব না। যে হামলা করতেই আসুক, সে বার্মিজ সেনাই হোক আর জলের কুমিরই হোক, জানপ্রাণ দিয়ে কোপাব। হয় মরব না হয় মারব। দাঁত খিটমিট করল আরিফা। তার চোখ আগুন হয়ে হলকাচ্ছে। আঁচলটাকে কোমরে ঠেসে গুঁজল। মাথার কুচকুচে কালো গোছা চুল ঘাড়ে ছেড়ে পিঠে থোকা হয়ে ঝুলল। এ কোন আরিফা! কড়াই-কুন্তির নিরীহ আরিফা যেন কোন গ্রিস-রোমান যুদ্ধের রনংদেহি দেবী। মতি বিড়বিড় করলেও এই মুহূর্তে আর কথা বাড়াল না। এখন বৌর সাথে যেচে ঝগড়া করার সময় নয়। আগে ফাড়াটা কাটুক পরে বৌকে দু গাদন দেওয়া যাবে। সে বল্লমটাকে একেবারে নিখুঁত তাক করে গায়ের বল ঠেলল। পিঠ কুঁজো জিনিসটা একেবারে নৌকোর কাণার কাছে চলে আসছে! নুহু সতর্ক করল, ‘সাবধানে বড়ভাই, পা ফসকে যেন না যায়!’

‘আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না।’ আঁচলের কানা কোমরে গুঁজল আরিফা। স্বামী দেওরকে অভয় দিল। মনে মনে বলল, কোপ দিতে পারলেই হল। কোপে কি আর ব্যাটাছেলে বিটিছেলে আছে?

চলবে...

আগের পর্ব পড়ুন>>>

নেই দেশের নাগরিক: পর্ব-১

আরএ/

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণার পর বাংলাদেশের বিষয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, দেশ দুটিতে আগামী ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে বাংলাদেশেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল (রোববার) খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ভারতে এবারের রমজান ২৯ দিনে সম্পন্ন হবে এবং সোমবার ঈদ উদযাপন করা হবে। একইভাবে পাকিস্তানেও ২৯ রোজা পালনের পর সোমবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের চাঁদ দেখা কমিটি যথাসময়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একই চাঁদ দেখার অঞ্চলে অবস্থিত হওয়ায়, বাংলাদেশের ঈদুল ফিতরও ৩১ মার্চ সোমবার উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইও ৩১ মার্চ সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়। সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া, যেখানে একই দিনে ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। চাঁদ দেখা গেলে সরকারিভাবে তা ঘোষণা করা হবে এবং তার পরই দেশব্যাপী ঈদ উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত হবে।

Header Ad
Header Ad

দুপচাঁচিয়ায় শহীদ যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যুবদল নেতা আবু রায়হান রাহিমের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহিম গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মৃত্যুবরণ করেন।

বিএনপির পক্ষ থেকে শহীদ নেতার পরিবারের কাছে এই উপহার তুলে দেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ, দুপচাঁচিয়া থানা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ।

এছাড়া, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, কাহালু উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিবসহ যুবদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা শহীদ আবু রায়হান রাহিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, বিএনপি তাদের কখনো ভুলবে না। ঈদ উপলক্ষে তারেক রহমানের এই উপহার শহীদ পরিবারের প্রতি দলের ভালোবাসা ও সংহতির বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে আন্দোলন-সংগ্রামে শহীদ ও আহত নেতাকর্মীদের পরিবারকে সহায়তা অব্যাহত রয়েছে। দলীয় নেতারা জানান, ভবিষ্যতেও এই ধরনের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

এবার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ভারত। দেশটিতে ৩১ মার্চ, সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, রমজানের ২৮তম দিন সূর্যাস্তের পর ৩০ মার্চ, রোববার ভারতে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল শনিবার (২৯ মার্চ) ঘোষণা দিয়েছে, দেশটিতে ৩১ মার্চ, সোমবার ঈদ উদযাপিত হবে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে ব্রুনাই, তারপর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ৩১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দেয়।

এদিকে, সৌদি আরবে কবে ঈদ উদযাপিত হবে, তা বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে। সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ হয়। তবে এবার ব্যতিক্রম ঘটতে পারে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হলেও বাংলাদেশে ২৯ রোজায় ঈদ হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণার পর বাংলাদেশের বিষয়ে যা জানা গেল
দুপচাঁচিয়ায় শহীদ যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা
সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর
রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
কারাবন্দিদের জন্য ঈদের বিশেষ আয়োজনে থাকছে ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ
পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে পুতিনের সতর্কবার্তা
অস্ট্রেলিয়ায় ঈদ আগামী ৩১ মার্চ  
বাংলাদেশেও বড় ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের বিশেষ সতর্কবার্তা
মেট্রোরেলে নেই চিরচেনা ভিড়, বন্ধ থাকবে ঈদের দিন
নাটোর ডিসি বাংলোর বাঁশবাগান থেকে শতাধিক সিলমারা ব্যালট উদ্ধার
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ-বিজিবি-আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা
ঈদের তারিখ ঠিক করতে কাল সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি
ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে
এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’
ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা