সম্পা পালের একগুচ্ছ কবিতা
ভাতের গল্প
মন খারাপ করবো বলেও করা হয়নি
হাতের রেখায় মিলিয়ে গেছে একটা দশক
আমাদের ওভেনে শীত পুড়ে বসন্ত আসে
তারপর একটা করে ভাতের জন্ম
উত্তরের ঘরে অ তে অজগর আজও আস্ত শীতঘুমে
চারিদিকে চৈত্র সেল
সময় এখন গণমাধ্যম
দরজা পর্যন্ত গন্তব্য
তারপর জানালার সংসার
একথালা ভাত এখন গল্পে ব্যস্ত
শুরু থেকে শেষ পৃথিবী সবটাই জানে...
শবেবরাতের রাত
কেমন আছে সেদিনের রোদ?
আয়না হারিয়ে গেছে সার্চ হিস্ট্রি থেকে
গল্পটা আর জমেনি
নিঃশ্বাসের সঙ্গে বারুদ, সর্বত্র অসম লড়াই
ভুল আর ভুল, অসুস্থ হয় ব্যক্তিগত ইতিহাস
স্যাটেলাইট থেকে টাইমলাইন
ব্যস্ত–তুমি, আমি, জনপদ
পাতা উল্টে যাচ্ছি
আবার একটি জীবন অপেক্ষা
যারা রু-আবজাকে ভালো বেসেছিল
তাদের প্রার্থনা গ্রহণ করেনি শবেবরাতের রাত...
গাণিতিক সময়
কিছু গাছ ছায়া হয়
কিছু গাছ জড়ো হয়ে একটা জীবনকে পুড়িয়ে দেয়।
খুব সহজেই...
ভুল হয়ে যায় এক্কা,দোক্কার ঘর
আজ বাদে কাল আবারও একটা সোমবার
ভাতের জন্য বাঁচতে গিয়ে জীবন হারিয়ে যায় মশা মাছির মতো...
কফিন বন্দী শ্রমিক তারপরও দেশ দুনিয়ার খবর রাখে
তারপরও ভিনদেশে পিপড়েরা ছোটে
উদ্বাস্তু হবার জন্য...
অন্ধকারের সঙ্গে অন্ধকার মিশে পরিসংখ্যান বাড়িয়েছে অনেকটা
শুধু রাতটা এখনও হয়...
এরপর আমাদেরও আর ফেরা হয়নি গাণিতিক সময়ে...
যুদ্ধ শেষ হবার নাম নেই
এক পা এক পা করে হাঁটছি
গনতান্ত্রিক পৃথিবীতে আলো নেমে এসেছে
আলোর ভেতর প্রকাণ্ড আলো
কে ওখানে?
সিদ্ধার্থ চলে গেছে অনেকদিন
শুধু যুদ্ধ শেষ হবার নাম নেই...
এসএ/