ঢাকাপ্রকাশ-এ আসছে মোস্তফা কামালের ‘বিষাদ বসুধা’
ঢাকাপ্রকাশ-এ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট কথাসাহিত্যিক মোস্তফা কামালের নতুন উপন্যাস ‘বিষাদ বসুধা’।
পৃথিবীর বুকে হঠাৎ নেমে এলো ভয়ংকর এক দুঃসময়। মানবজাতির ওপর এ যেন প্রকৃতির এক কঠিনতম শাস্তি। এই শাস্তির নাম করোনা। এতোবড় দুঃসময় বিগত কয়েক শতাব্দিতেও আসেনি। চীনের উহান থেকে শুরু হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।
মহামারির কবলে পড়ে বিষাদময় হয়ে ওঠে পৃথিবী। টানা দুই বছরে লাখ লাখ মানুষ প্রাণ হারালো। অগুনতি মানুষ কর্মহীন হয়ে পড়লো। অনেক মানুষের ঘর ভাঙলো। কারো ভাঙলো স্বপ্ন। মুখ থুবড়ে পড়লো অসংখ্য উদ্যোগ। কেউ কেউ একেবারেই মাটিতে মিশে গেলো।
চরমতম এই দুঃসময়ে কিছু সুবিধাভোগী নিজেদের আখের গুছিয়েছে। আর কিছু মানুষ অসহায়ের কাঁধে রেখেছে মানবিকতার হাত।
করোনাযুদ্ধে ক্ষত-বিক্ষত পৃথিবীর বুকে আবার ঘুরে দাঁড়াচ্ছে মানুষ। এইসব মানুষদের নিয়েই তৈরি হয়েছে নতুন এই উপাখ্যান ‘বিষাদ বসুধা’।
উপন্যাসটি শিগগিরই ঢাকাপ্রকাশ-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। উপন্যাসটি পড়তে নিয়মিত চোখ রাখুন ঢাকাপ্রকাশ-এর সাইটে।
এসএ/