বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মুহম্মদ নূরুল হুদা

সীতা সংহিতা

 

নিমতিতা আর নিশিন্দা তিতা বুকে ধরে 
সীতার হরণ শুরু বিমানব রাবণের ঘরে।
সীতা, তুমি না বনের, না রাজপ্রাসাদের;
চিরকাল রাণী তুমি মনোসাম্রাজ্যের।
 
না, তোমাকে নিয়ে যুদ্ধটাও নয় শুধু আমাদের।
 

গুলঞ্চ লতার বুক শুঁকে শুঁকে সীতা
নিজেই নিজের ঘরে যদি অপহৃতা
পাখিরা সন্ত্রস্ত চোখে মুখ তুলে চায়
হানাদার বাহিনীর চোখ ঠুকরে খায়
 
ভেষজের পাহারায় সীতা নবনীতা
 

পঞ্চবট পঞ্চবৃক্ষ স্তম্ভ পঞ্চদিক
অনন্ত অতন্দ্র তারা বনে দশদিক
মাঝখানে সুরক্ষিত বেদী বারোহাত
পঞ্চবটী বনে নামে ত্রিলোক-প্রপাত
 
সতীত্ব সতীর অস্ত্র, সতীত্ব করাত
 

নয় নির্বাসন, এই বন পুণ্যবতী সতীর আশ্রম;
অশ্বত্থ সটান পুবে, পশ্চিমেও বট সমাগম;
উত্তরে শ্রীফল বিল্ব, আমলকি প্রহরী দক্ষিণে;
অগ্নিকোণে দাঁড়ায় অশোক; মাঝে বেদী নাও চিনে;
 
সীতা তুমি, সতী তুমি; তুমি নিজে কয়েদি সশ্রম।
 

দেহের দেয়ালে বন্দি, বন্দি তুমি স্নায়ুর শেকলে;
ডুবে ভেসে জেগে থাকো আসমুদ্র শরীরী শোণিতে;
তোমাকে দেখে না কেউ, দেখে শুধু তোমার বাকল;
কে তোমাকে বেঁধে রাখে সীমানায় হিতে বিপরীতে?
 
রাম-রাবণের যুদ্ধ চলে, দেহত্যাগী চলে দলে দলে!
 

অনন্তমানব আমি, তুমি যদি হতে চাও অনন্তমানবী।
অনন্তমানবী তুমি, আমি যদি হতে চাই অনন্তমানব।
পররাজ্য পরনারী অধিকারে কেন তবে অটল অটবী?
শরীরের শৌর‌্য  নিয়ে বিনা তর্কে কেন তবে দাহন খাণ্ডব?
 
লেজে লেজে সেতু পার, হনুমানও পরবিত্ত-লোভী।
 

পঞ্চকর্মে দীক্ষাহীন? তুমি তো আরোগ্যহীন তবে চিরদিন।
বিরেচন বা বমন, নস্য বা নিরুহ : আসলে অনুবাসনাধীন। 
সশাস্ত্র চিকিৎসা নাও; রাজা হও, রাণী হও, মানব-মানবী;
পাহাড়-সাগর-দ্বীপ-সমতলে নভোতলে তুমি আর নও অর্বাচীন। 
 
তা নাহলে আবাসনে-নির্বাসনে মানুষ তো দানব-দানবী। 
 

৮ 

তোমার ভেতরে তুমি সাজাও সংসার
বিমূর্তের তুলি দিয় মূর্তের আকার
ক্রমেই ভেতরে চলো, অধিক ভেতরে
যা আছে এ চরাচরে নিয়ে আসো ঘরে
 
পঞ্চবটী বন শুধু সতীকেই ধরে
 

একা নও একা নও একা নও একা
তোমার ভেতরে তুমি পেয়ে যাবে দেখা
জলাঙ্গীর সরোবরে বাঘিনী হরিণী
এক ঘাটে কেলি করে তরঙ্গ তটিনী
 
তোমাকে পাহারা দেয় কুহু আর কেকা
 

১০

রচনা করেছো তুমি তোমার কুণ্ডলী
ধূলিশয্যা আলো করে সপ্তর্ষিমণ্ডলী
পত্রপল্লবেরা সুখে বাজায় কাঁসর
ত্রিলোক যাপন করে সতীত্ব বাসর
 
তোমাকে সুরক্ষা দেয় জোনাকির কলি! 
Header Ad
Header Ad

সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা

নৌ বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে। কারণ আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে সহায়তায় নৌ-বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, "যেখানে আগুন লেগেছে, সবকিছু পুড়ে গেছে। আমরা এখনো সবকিছু সঠিকভাবে চিহ্নিত করতে পারিনি, তবে তা করব। নৌ-বাহিনীর টিম এখানে কাজ করছে।

পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহের বিষয়ে তিনি আরও বলেন, শর্ট সার্কিটের আগুন সাধারণত এক জায়গা থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এ ক্ষেত্রে আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে, যা অস্বাভাবিক।

এর আগে, মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।

এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।

জানা গেছে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়

সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান (রিপু)। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান (রিপু) বগুড়া কারাগারে হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার বিকেলে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে কারা তত্ত্বাবধানে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

বগুড়া কারাগারের জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, রাগেবুল আহসান কারাগারে আসার আগে থেকেই হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত শুক্রবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে হার্ট অ্যাটাক হলে, বিকেল সাড়ে তিনটার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাগেবুল আহসানকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন রাগেবুল আহসান। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাতটি হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

Header Ad
Header Ad

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। (ইনসটে: প্রিয়ন্ত দে ও শাওন দত্ত)। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ দীর্ঘ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলীর সীতার ঘাট অংশে লাশ ভেসে ওঠে।

নিহতরা হলেন- চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়ার বাসিন্দা শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ। শাওন নগরীর রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। শাওনের খালাতো ভাই প্রিয়ন্ত।

এর আগে গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন। তারপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছিল।

চিৎমরম ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার বলেন, ‘সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর দিলে, সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।’

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, যেখানে তারা নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই লাশ দুটি ভেসে ওঠে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি দল দুই পর্যটকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার
সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত
সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ারের ডিজি
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে? আল–জাজিরার প্রতিবেদন
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
৬ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
সচিবালয়ের আগুন লাগা ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত