করোনার পরও হতে পারে জ্বর-কাশি, লং কোভিড

করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে টিকা নেওয়ার কারণে অনেকের শরীরে ভাইরাসের উপসর্গ বেশ মৃদু। তাই বেশিরভাগ আক্রান্তই আইসোলেশনে থেকে বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন।
তবে চিন্তার বিষয় হলো–করোনা মুক্তির পরও অনেকেই জ্বর ও মাথাব্যথায় ভুগছেন, আবার কারও গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। এমনকী করোনামুক্তির পরও কাশির সমস্যা কমছে না। এমন হওয়ার কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তদের মধ্যে হালকা জ্বর, সর্দি কিংবা গা ব্যথা প্রকাশ পাচ্ছে। সবাই সাধারণ জ্বর-ঠান্ডা ভেবে করোনা পরীক্ষা করেননি। আবার অনেকের শরীরে কোনো উপসর্গই প্রকাশ পায়নি, তবুও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
এমন রোগীদের ক্ষেত্রে এখন নানা ধরনের অসুস্থতা দেখা দিচ্ছে। চিকিৎসকরা যাকে বলছেন লং কোভিড কিংবা পোস্ট কোভিড। সবদেশে এখন একই অবস্থা। অর্থ্যাৎ করোনামুক্তির পরও বেশিরভাগ রোগীরা সেরে উঠার পর নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন।
এ ক্ষেত্রে মূলত দুটি কারণ দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। প্রথমত, গতবারের তুলনায় বেশিসংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। করোনার নতুন রূপ, অমিক্রন খুবই ছোঁয়াচে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে।
দ্বিতীয়ত, এবার করোনা-পরবর্তী শারীরিক অসুস্থতাও রূপ বদলেছে। একেকজনের শরীরে একেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সেগুলো করোনারই প্রভাব কি না তা বুঝতে সময় লেগে যাচ্ছে। ফলে সারতে দেরি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এবার শুধু পোস্ট-কোভিড নয় বরং কোভিডের উপসর্গেও অনেক বৈচিত্র দেখা গেছে। কেউ ভুগছেন শুধু কাশি ও গলা ব্যথায়, আবার কেউ কোমরে ব্যথা কিংবা পিঠে ব্যথায়। কারও আবার শুধুই পেটের সমস্যা। কেউ কেউ বলছেন ম্যালেরিয়ার মতো কাঁপুনি দিয়ে জ্বর আসছে।
গতবার সর্দি, জ্বর, শ্বাসের সমস্যা হওয়ায় সবাই বুঝতে পারছিলেন করোনার উপসর্গগুলো। তবে এখন করোনার যে নতুন সব সমস্যা হচ্ছে, তা বুঝতে পারছেন না অনেকে। তাই করোনা পরীক্ষাও করছেন না অনেকেই।
আর পরীক্ষা না করালে জানা যাচ্ছে না যে করোনা হয়েছে। এরপর যেসব লং কোভিডের সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো করোনার প্রভাবেই হচ্ছে কি না তা নির্ণয় করতে বিশেষজ্ঞদেরও হিমশিম খেতে হচ্ছে।
এসএ/
