ত্বকের যত্নে গ্রিন টি ও থানকুনি পাতা
খুব সাধারণ একটি সমস্যা হলো ব্রণ। অধিকাংশ মানুষের মুখেই কম-বেশি ব্রণ দেখা যায়। যাদের ত্বক তৈলাক্ত, তারা এ সমস্যায় বেশি ভোগেন। এ ছাড়া পেশাগত কারণে অনেককে প্রায় প্রতিদিনই মেকাপ নিতে হয়, তারাও এ সমস্যার মুওখোমুখি হন। তবে ব্রণের কারণে অতিরিক্ত দুশ্চিতার কোনো কারণ নেই। ঘরে বসেই নিতে পারেন ত্বকের যত্নে। তবে ত্বকের ধরন অনুযায়ী প্রসাধন বা কোনো ভেষজ ব্যবহার করতে হয়।
গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়। এক্ষেত্রে ব্রণ অনেকটা কমে যাবে। থানকুনি পাতা ব্রণের নিরাময়ে একটি কার্যকরী ভেষজ প্রাকৃতিক উপাদান। ত্বকের যত্নে গ্রিন টি খুবই উপকারী।
থানকুনি পাতার গুণাগুণ
ত্বকের জন্য থানকুনির কার্যকারিতা বিষয়ে আমাদের অনেকেরই অজানা। থানকুনি একটি ওষুধি প্রাকৃতিক উপাদান হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের সুস্থতা বজায় রাখতে আর ত্বককে দূষণ থেকে রক্ষায় থানকুনি পাতার উপকারিতাগুলো জেনে নেই চলুন।
১) থানকুনিতে আছে ক্ষত বা আঘাত নিরাময় ওষুধি ক্ষমতা; যা আমাদের স্কিন ব্যারিয়ারকে রক্ষা করে আর আক্রান্ত ত্বককে সতেজ করে তোলে।
২) আশেপাশের পরিবেশের ক্ষতিকর সব উপাদানের সঙ্গে লড়াই করতে আপনার ত্বকের ওপরের স্তর আরও শক্তিশালী করে তোলে।
৩) কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের দাগ বা রোদে পোড়ার কালো ছাপ দূর করতে থানকুনির জুড়ি নেই।
৪) মেছতা ও ব্রণের দাগ দূর করতে থানকুনি পাতার কার্যকারিতার তুলনা হয় না।
৫) ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আর হাইড্রেশন লক করে ত্বককে স্বাস্থ্যবান রাখতেও দারুণ কাজ করে এ উপাদান।
গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস সমৃদ্ধ ফেসিয়াল ওয়াশ
যে কোনো রাসায়নিক উপাদানের চেয়ে প্রাকৃতিক উপদান দিয়ে রূপচর্চা উত্তম। কারণ এতে পার্শপ্রতিক্রিয়া হয় না। তাই ব্রণের চিকিৎসায় থানকুনি ও গ্রিন টি খুবই প্রয়োজনীয় উপাদান।
১) গ্রিন টি নির্যান ব্যাকটেরিয়ার আক্রমণ দমন করে ব্রণের সংক্রমণ থামিয়ে দেয়।
২) গ্রিন টি ও থানকুনি পাতার নির্যাস ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছাতে আর ত্বকের পোরগুলো ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এতে ব্রণ সৃষ্টিকারী সব দূষণীয় পদার্থ ভালোভাবে দূর হয়।
৩) সিবাম হলো আপনার ত্বকের নিচের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে উৎপন্ন হওয়া এক ধরনের পদার্থ (তেলজাতীয়) এবং এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত সিবাম তৈরি হওয়ার ফলে তৈলাক্ত থেকে মিশ্র ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায় ও ব্রণের উপদ্রব বেড়ে যায়।এ থেকে রেহাই দিতে পারে গ্রিন টি ও থানকুনি পাতার তৈরি ফেশওয়াশ।
এসএন