এসেছে ‘অল নিউ নিশান ম্যাগনাইট’ কার
বাংলাদেশে ‘অল নিউ নিশান ম্যাগনাইট’র উদ্বোধন অনুষ্ঠানে মডেলটি চালু করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। তার দেশের নিশান জাপানের নামকরা গাড়ি ব্র্যান্ড। দুনিয়াজোড়া মানুষ চেনেন। ব্যবহার করতে পারলে বর্তে যান। ৮৮ বছরের পুরোনো জাপানিজ নিশানের এই গাড়িতে আছে ‘বি-এসইউভি’ প্রযুক্তি। ক্যারিসম্যাটিক' ডিজাইন, শক্তিশালী কার্যক্ষমতা, উন্নত প্রযুক্তির আরো অনন্য সমন্বয় ঘটেছে মডেলটিতে। তারা বলেছেন, পুরস্কার পাওয়া এই গাড়ি দিচ্ছে আরো মসৃণ, আত্মবিশ্বাসী ড্রাইভিং অভিজ্ঞতা। জিতেছে এর মধ্যেই বিবিসির ‘বেষ্ট টার্ন রাউন্ড ভেহিকল ইন দি ইন্ডিয়ান মার্কেট’, ‘কম্প্যাক্ট এসইউভি অব দি ইয়ার ২০২১’; মোটর অকটেনের ‘গেম চেঞ্জার অব দি ইয়ার’, অটোকার ইন্ডিয়ার ‘ভ্যালু ফর মানি কার অফ দ্য ইয়ার’; ‘কমপ্যাক্ট এসইউভি অব দি ইয়ার’, ‘গেজেট অব দি ইয়ার’, ‘বেষ্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন কার’, ফ্লাই হুইল অটো অ্যাওয়াডের ‘স্পেশাল জুরি বোর্ড অ্যাওয়ার্ড’।
অনেকগুলো প্রথম সারির বৈশিষ্ট্য আছে এই কারে। গ্রাহকদের ভিন্নধর্মী, উদ্ভাবনী ও সুলভ মালিকানার অভিজ্ঞতা দেবে। নিশানের নিরলস উদ্ভাবন, জাপানি ইঞ্জিনিয়ারিং, উন্নত নিশান ইন্টেলিজেন্ট মোবিলিটি (এনআইএম) প্রযুক্তির সাক্ষী এই গাড়ি।
ক্যারিশিম্যাটিক ডিজাইন, দৃঢ় পারফরম্যান্সের আকর্ষণীয় সমন্বয়েও বাংলাদেশে নিশানের পদচিহ্নকে মজবুততর করেছে এটি। এই বাজারের এসউভির ক্রমবর্ধমান চাহিদা পূরণে রদিচ্ছে চাহিদার চেয়ে বেশি। বাংলাদেশ অল নিউ নিশান ম্যাগনাইটের ১৫ রপ্তানি বাজারের সর্বসাম্প্রতিক। নতুন এই গাড়িটি গিয়েছে নেপাল, ভুটান, শ্রলঙ্কা, ব্রুনাই, উগান্ডা, কেনিয়া, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া, মালাউইতে। ফলে দামে কম। জাপানে ডিজাইন করা গাড়িটি ভারতে উৎপাদিত হয়। আমাদের দেশে নয়?
‘অল নিউ নিসান ম্যাগনাইট’ সেরাটি দিচ্ছে। প্রতনিধিত্ব করছে এসেছে নিশানের বিশ্বব্যাপী এসইউভি ঐতিহ্যও। নির্মাণশৈলী খুব ভালো। উন্নত প্রযুক্তি তো আছেই। নিরাপত্তা ব্যতিক্রমী, দারুণ। ফলে সাম্প্রতিক বছরগুলোতে গাড়িটি আমাদের সবচেয়ে বড় নিবেদন-বলেছেন তারা। জানিয়েছেন, উৎপাদনের উল্লেখজনক হার, গেল মাসগুলোতে রপ্তানি বাজারের দারুণ সম্প্রসারণে এখন আমরা বাংলাদেশের গ্রাহকদের কাছে অধীর, প্রতীক্ষিত এসইউভি নিয়ে আসতে পেরে উদ্দীপিত।
নিশানের নেক্সট ট্রান্সফরমেশন প্লান্টের অধীনে চালু করা করা প্রথম বৈশ্বিক পণ্য এই ‘অল নিউ নিশান ম্যাগনাইট’। সম্প্রতি ৫০ হাজার ইউনিট উৎপাদনের মাইলফলক উদযাপন করেছে। মোটে ১৫ মাসে অর্জিত।
বাংলাদেশে ‘অল নিউ নিশান ম্যাগনাইট’র উদ্বোধন অনুষ্ঠানে মডেলটি চালু করার সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি ছাড়াও ছিলেন ডিলার প্যাসিফিক মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপ-পরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক নাজিমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওএস।