ঘন চুলের জন্য বারবার ন্যাড়া করা কি সঠিক তরিকা?
চুলের স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন কৌশলের মধ্যে একটি প্রচলিত কৌশল হলো মাথা ন্যাড়া করা। এ ধারণা অনেকেই সঠিক মনে করেন আবার অনেকেই মনে করেন ভুল।
বিশেষজ্ঞরা বলেন, চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার ওপরে চুলগুলো কেটে ফেলে দেওয়া। এর ফলে মাথার ভেতরের হেয়ার ফলিকলের স্বাস্থ্যোন্নতি হওয়া সম্ভব না হলেও মাথার স্কাল্পে অবস্থিত ফলিকলের ছিদ্র খুলে যেতে পারে।
এর জন্য অবশ্য আপনার চুল গজানোর বিপরীত দিক দিয়ে রেজার বা খুর ব্যবহার করে চুল ফেলে দিতে হবে। ফলিকলের নতুন ছিদ্র সংখ্যা বৃদ্ধির কারণে এক্ষেত্রে আপনার চুলের সংখ্যা বৃদ্ধি হতে পারে।
তবে চুল ঘন হওয়ার কোনো সম্ভাবনা ন্যাড়া হওয়ার সঙ্গে খুঁজে পাওয়া যায় না। জিনগত কারণে আপনি চুলের ধরনে কোনো পরিবর্তন আনতে পারবেন না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তবে ফলিকলের ছিদ্র সংখ্যা বৃদ্ধির জন্য আপনি যদি বার বার মাথা ন্যাড়া করতে চান তবে মাথার স্ক্যাল্পে বাড়তি চাপ পড়তে পারে। যা আপনার হিতে বিপরীতই বেশি হওয়ার ঝুঁকি আছে। তাই বার বার ন্যাড়া না হওয়াতেই বুদ্ধিমানের কাজ হবে।
এ বিষয়ে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার মনে করেন, চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য মাথা ন্যাড়া করা যেতে পারে। তবে করতেই হবে এমন কোনো কথা নেই।
অনেকের মাথার স্ক্যাল্প ব্যাকটেরিয়া, খুশকি বা উকুনে আক্রান্ত হলে চুলের যত্নের পরিবর্তে মাথা ন্যাড়া করাটাই উত্তম। চুলের গোড়া দুর্বল হলেও আপনি মাথা ন্যাড়া করতে পারেন।
তবে বার বার মাথা ন্যাড়া করা সঠিক সিদ্ধান্ত নয়। মাথা ন্যাড়ার পর এমনভাবে চুলের যত্ন নিন যেন তা আর কেটে ফেলার প্রয়োজন না হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএসপি