সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পহেলা বৈশাখে শাড়ি পরা নিয়ে ভাবছেন?

১০৮ পদ্ধতিতে পরা যায় শাড়ি। তবে এর মধ্যে নিভি, বাঙালি, গুজরাটি, তামিল, শ্রীলঙ্কান ও মারাঠি হলো স্বতন্ত্র পদ্ধতি। আর বাকি সবগুলোই এগুলোর ধরন।

আসছে পহেলা বৈশাখ। বাঙালি উৎসবের অনন্য রূপ উৎসব অনুযায়ী পোশাক পরিধান। বাংলা বছরের প্রথম দিনে যেমন বাঙালিয়ানা খাবার, আচার-অনুষ্ঠান প্রাধান্য পায়, তেমনি গুরুত্ব পায় পোশাকও। উৎসবকে কেন্দ্র করে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। এখন আর শাড়ি শুধু একভাবেই পরিধান করে না। বিভিন্ন সংস্কৃতি ও অঞ্চলের শাড়ি পরার ধরন মিশে গেছে সব সংস্কৃতিতে।

আজকে ছয়টি শাড়ি পরার ধরন আপনাদের সামনে তুলে ধরব। যাতে করে আপনারা যে কোন বিশেষ বিশেষ অনুষ্ঠানে, নিজ নিজ ব্যক্তিত্বের আস্ফালন ঘটাতে পারেন।

১. আটপৌরে শাড়ি

বাঙালি স্টাইলে শাড়ি পরতে হলে, শাড়িটিকে নাভি থেকে শুরু করে কোমর বরাবর বৃত্তাকারে নাভির ওপরে এবং ডান দিক থেকে ঘুরিয়ে পেছনের মাঝামাঝি অংশে, পেটিকোটের মধ্যে গুঁজে দিতে হবে।

শাড়ির বাকি অংশ সরু প্লিট করে বাম কাঁধের ওপর দিয়ে ফেলে দিন, যাতে পায়ের গোড়ালি স্পর্শ করে। ফেলে দেওয়া অংশটি নিয়ে, সামনের দিক থেকে ঘুরিয়ে, ডান কাঁধের ওপর দিয়ে পেছনদিকে ঝুলিয়ে দিন।

২) নিভি স্টাইল শাড়ি

এই স্টাইলে শাড়ি পড়তে হলে প্রথমেই শাড়ি আপনার কোমরের বামদিক থেকে ডানদিকে পেঁচিয়ে পেটিকোটের ভেতর গুঁজে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই শাড়ির ঝুলটি যেন ভূমির থেকে দু ইঞ্চি ওপরে থাকে।

পেটিকোটের মধ্যে শাড়িটি গোঁজা যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আটটি কুচি আপনাকে বানাতে হবে। কুচি বানানো হয়ে গেলে, সবগুলো কুচি একত্রিত করে পেটিকোট এর মধ্যে নাভির ওপরে গুঁজে দিতে হবে।

শাড়ির বাকি অংশ আপনার শরীরের বাম দিক দিয়ে, পেছন থেকে ঘুরিয়ে সামনে এনে কাঁধের ওপরে ফেলতে হবে।

৩. গুজরাটি স্টাইল শাড়ি
প্রাথমিকভাবে গুজরাটি স্টাইলে শাড়ি পরিধান অনেকটাই, নিভি স্টাইলের মতো। এখানে আপনার শাড়ির আঁচলটি বাম হাতের নিচের থেকে ডান কাঁধে আড়াআড়িভাবে উঠে পেছনে না ঝুলে, সামনের দিকে ঝুলবে।

অতঃপর ঝুলন্ত আঁচলটির থেকে একটি কোণা বের করে পরিহিত ব্লাউজের সঙ্গে ডান দিকে, কাঁধের ওপর পিন-আপ করতে হবে।

৪. তামিল স্টাইল শাড়ি

এই স্টাইলে শাড়ি আপনাকে পড়তে হলে, অবশ্যই একটি কুচির মাথা বের করতে হবে । এই মাথাগুলোকে মুন্ডি বলে।

শাড়িটি পড়ার আগেই আপনাকে শাড়ির আঁচলের উল্টোদিকে আটটি কুচি করে নিতে হবে। এই সময়েই আপনাকে ঠিক করে নিতে হবে যে, মুন্ডি কী ধরনের হবে। যদি মুন্ডি ফ্ল্যাট হয়, তাহলে বড় বড় ভাজ দিয়ে পাখার মতো করতে হবে আর তা না হলে, ভাঁজ ছোট করলেই কাজ মিটবে।

এরপর ওই কুচিটি পেছনের পেটিকোটের সঙ্গে লাগিয়ে শাড়ি পরা শুরু করতে হবে। অতঃপর শাড়িটি পেঁচিয়ে সামনে আনতে হবে আবার কুচির ওপর নিয়ে যেতে হবে।

এবার আঁচলটি, বাম কাঁধের ওপর দিয়ে পেছনে ঝোলাতে হবে। একটি গিট, নাভির কাছে দিতে হবে। এবার পেছনের কুচিগুলোকে পাখার মতো করে সাজাতে হবে।

৫. শ্রীলঙ্কান স্টাইল শাড়ি

এটি খুব অনন্য ধরন। এই পদ্ধতিতে প্রথমেই আঁচলটিকে কুচি করে, আড়াআড়িভাবে বাম কাঁধে ফেলে, টেনে নাভি পর্যন্ত আনতে হবে। অতঃপর আলাদা একটি কাপড়ের বেল্ট দিয়ে আঁচলটিকে কোমরে বেঁধে নিতে হবে।

এখন শাড়ির অবশিষ্ট অংশটি কোমরের ডানদিক থেকে ঘুরিয়ে সামনে এনে পাঁচটি কুচি করতে হবে। কুচির ওপরের অংশটি বেল্টের মধ্যে ঢুকিয়ে, মাথাটি সামনের দিকে ঝুলিয়ে দিতে হবে।

কাপড়ের বাকি আর একটি অংশ কোমরের ডান দিক থেকে ঘুরিয়ে মাজায় গুঁজে দিতে হবে।

৬. মারাঠি স্টাইল শাড়ি

১৯ অথবা ২০ বছর বয়সীদের জন্য এই স্টাইলটা একদম ঠিকঠাক। পুরো ১২ হাতের একটা শাড়ি নিন। এখন শাড়িটি দুটো অংশে এমনভাবে ভাগ করুন, যাতে একটি অংশের তুলনায়, আরেকটি অংশ বেশ বড় হয়।

নাভির নিচ বরাবর শাড়িটি একটা গিঁট দিন। গুঁজার দিক থেকে দুই পায়ের মাঝ বরাবর ধুতির আকারে শাড়ির কম অংশটুকুকে নিয়ে ব্যাক সাইডে গুঁজে দিন।

শাড়ির বেশি অংশ অর্থাৎ আঁচল বরাবর সরু ভাঁজ করে (কমপক্ষে পাঁচটি) দুই পায়ের মাঝ বরাবর কোমর বেশ করে ঘুরিয়ে, বাম কাঁধ বরাবর পেছনে ফেলুন। নিজেকে আরও মোহময়ী করে তুলতে পিনটাকে ধরে, একটা কোমর বন্ধনী বেঁধে ফেলুন।

টিটি/

Header Ad
Header Ad

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতোমধ্যে তুরস্ক থেকে সাতটি অস্ত্রবাহী সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান করাচিতে অবতরণ করে, যাতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

শুধু একটি বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতেও তুরস্কের আরও ছয়টি কার্গো বিমান অবতরণ করেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছে তুর্কি ও পাকিস্তানি সূত্র।

টাইমস অফ ইন্ডিয়া বিশ্লেষণ করে বলছে, ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ এসেছে।

তুরস্কের পাশাপাশি পাকিস্তান চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদার করছে। পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে চীন প্রায় ৪০টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে ৮২ শতাংশেরও বেশি অস্ত্র গেছে পাকিস্তানে।

এদিকে, ভারতের সাথে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। খালিস্তানি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাধলে দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাঁড়াবে এবং ভারতীয় সেনাদের পাঞ্জাব পার হতে দেওয়া হবে না। পান্নু আরও দাবি করেন, ভারতের বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে এবং হিন্দুদের হত্যা করে নির্বাচনী ফায়দা তুলতে চাইছে।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে বলেন, ইন্দিরা গান্ধীর পরিণতি তাদেরও হতে পারে।

Header Ad
Header Ad

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিন সংগঠন সম্মিলিতভাবে ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর অঞ্চলে ভাগ করে এ কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দেশ্য হলো—তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি আধুনিক, মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণ প্রজন্মের মতামত ও চিন্তা সংগ্রহ করা।

প্রথম দিন: "তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ" শীর্ষক সেমিনার।
দ্বিতীয় দিন: "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ"।

সেমিনারে তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ ও উদ্যোক্তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এ কর্মসূচি বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা ও তারেক রহমানের রাজনৈতিক দর্শনের আলোকে পরিচালিত হবে।

চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ:
▪ ৯ মে — কর্মসংস্থান ও শিল্পায়ন নিয়ে সেমিনার
▪ ১০ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

খুলনা ও বরিশাল বিভাগ:
▪ ১৬ মে — শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার
▪ ১৭ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

রাজশাহী ও রংপুর বিভাগ:
▪ ২৩ মে — কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে সেমিনার
▪ ২৪ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ:
▪ ২৭ মে — তরুণদের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনা নিয়ে সেমিনার
▪ ২৮ মে — তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

মোনায়েম মুন্না বলেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে তরুণদের প্রত্যাশা, মতামত ও ভাবনাকে রাজনৈতিক নীতিতে যুক্ত করে একটি জনমুখী, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে বিএনপি।

Header Ad
Header Ad

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার (২৭ ও ২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন, নেত্রকোনার কলমাকান্দা ও মদনে দুজন, সুনামগঞ্জের শাল্লায় একজন এবং চাঁদপুরের কচুয়ায় একজন প্রাণ হারিয়েছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া এলাকায় ধান কাটতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে দুজন কৃষক নিহত হন। নিহতরা হলেন নিখিল দেবনাথ (৫৮) ও জুয়েল ভূঁইয়া (৩০)।

একই জেলার বরুড়া উপজেলার খোসবাস উত্তর ইউনিয়নের পয়েলগচ্ছ গ্রামে দুপুর ১২টার দিকে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মারা যায় দুই কিশোর—মোহাম্মদ জিহাদ (১৪) ও মো. ফাহাদ (১৩)। এ সময় আবু সুফিয়ান (সাড়ে ৭) নামের একটি শিশু আহত হয় এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় সকালে বজ্রপাতে প্রাণ হারান দুই কৃষক—ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। একই সময়ে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ধানের খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফুলেছা বেগম (৬৫) নামের এক নারী।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে রবিবার রাত ১০টার দিকে বজ্রপাতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান দিদারুল ইসলাম (২৮)। তিনি একটি ইফতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আজ সকাল ৭টার দিকে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মাদ্রাসাগামী শিশু মো. আরাফাত (১০) বজ্রপাতে মারা যায়।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা যান রিমন তালুকদার। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার নাহারা গ্রামে সকালে বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশাখা রানী (৩৫)। তিনি কৃষক হরিপদ সরকারের স্ত্রী। চিকিৎসক জানান, বজ্রপাতের সরাসরি আঘাতের কোনো চিহ্ন ছিল না, শব্দের প্রভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি