শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মুখপোড়া, হৃদপিন্ডে পেসমেকার নিয়ে দ্বিতীয় বিশ্বসুন্দরী

একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন। পুরো মুখটি তার আগুনে পুড়েছে। গল্পকে হার মানিয়ে সেই মেয়েটিই হয়েছেন এবারের দ্বিতীয় বিশ্ব সুন্দরী বা প্রথম রানারআপ। নাম ‘শ্রী শাইনি’, জন্মসূত্রে ভারতীয়।

পাঞ্জাবের লুধিয়ানাতে জন্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে তারা চলে যান স্বপরিবারে। তখন তার বয়স মোটে পাঁচ। তার বাবা-মায়ের দেশের হয়ে যিনি লড়েছেন ২০২১ সালের আসরে, সেই মানাসা ভারানসি প্রথম ১৩ জনের পর আর তালিকাতে উঠতে পারেননি। ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মেয়ে হয়ে তিনিই গিয়েছেন সেরা তিনের লড়াইয়ে ও হয়েছেন প্রথম রানার-আপ। তাকে নিয়ে আয়োজকরা টুইটারে লিখেছেন, ‘পোল্যান্ডের কারালিনা বিউস্কা এবার মিস ওয়াল্র্ড নিবাচিত হয়েছেন। তার সঙ্গে প্রথম রানার-আপ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রী শেইনি।’

এবারের আসরে তিনি যুক্তরাষ্ট্রকে উপস্থাপন করেছেন। প্রথম ছয়ের মধ্যে এসে দেশের একমাত্র সুন্দরী প্রতিযোগী হয়েছেন। এছাড়াও প্রতিযোগিতায় ‘দি বিউটি উইথ দি পারপোজ’ নিবাচিত হয়েছেন। যার মানে-বিশেষ উদ্দেশ্যটির সেরা সুন্দরী। তিনি “মিস ওয়াল্র্ড’স গ্লোবাল অ্যাম্বাসেডর অব বিউটি উইথ দি পারপোজ” হয়ে বলেছেন ‘এই সম্মানে আমি কৃতজ্ঞতা বোধ করছি।’ প্রথম ইন্ডিয়ান-আমেরিকান হিসেবে শ্রী শেইনিই ইতিহাসের প্রথম সুন্দরী হিসেবে আসরে এসেছেন ‘মিস ওয়াল্ড আমেরিকা-২০২১’ নিবাচিত হয়ে। সেই জয়লাভের পর বলেছিলেন, ‘একই সঙ্গে খুশি ও নার্ভাস। আমি মনের কথাগুলো মুখে বলতে পারছি না। সব সাফল্যের প্রেরণা মা-বাবার কাছে যাবে। আমার মায়ের কথা আলাদা করে বলছি, কেননা তার সমর্থনের কারণেই আজকে এখানে। আপনাদের সবাইকে এই সম্মান দেবার জন্য ধন্যবাদ।’

হৃদপিন্ডের স্বাস্থ্যগত কাজের একজন বিশ্বদূত এই অসাধারণ সুন্দরী মেয়েটি নিজে হৃদরোগে আক্রান্ত। মোটে ১২ বছর বয়স থেকে তার হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানো আছে। তার বয়স এখন ২৬। শেইনি কিন্তু সাংবাদিকতার ছাত্রী। সাংবাদিকতায় অনার্স ডিগ্রি নিয়েছেন। তারপর থেকে বাবার প্রতিষ্ঠানে ব্যবসায় ম্যানেজার হিসেবে কাজ করছেন। তার জয়লাভের পর মিস ওয়াল্র্ড আরো বলেছে, ‘এই বিউটি কুইনের স্বপ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হবেন।’

তিনি পাঁড় পাঠক ও নাচিয়ে। ভালো নৃত্যশিল্পী। খুব আগ্রহ নিয়ে নাচের ওপর বানানো মঞ্চ নাটকগুলো দেখেন এবং উপভোগ করেন স্টান্ড-আপ কমেডি। তার হৃদরোগ নিয়ে কাজ করতে একটি প্রকল্প আছে। নাম, ‘হৃদপিন্ডের স্বাস্থ্য : শারিরীক ও আবেগীয় হৃদপিন্ডের আরোগ্য’। এর বাদেও কোভিড রোগের সময় ভারতের দুর্গত মানুষদের জন্য ত্রাণ তহবিল করেছেন। নিজের ভবিষ্যত লক্ষ্যগুলোর কথা জানিয়েছেন এভাবে, ‘পেসমেকারকে নিয়ে বাস করার উপায়গুলোই আমি খুঁজে চলি। বিশ্ব সুন্দরী হওয়ার পর এই কথাগুলোই বলতে চাই, মানুষকে সাহায্য করতে সারা দুনিয়াতে কাজ করুন। তাদের উৎসাহিত করুন, উদ্দীপ্ত করুন। এখন থেকে আমার সব মনোযোগ নিজের সেরাটি দেবার চেষ্টায় থাকবে, তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রকে। আমরা দেখব কী ঘটে।’ আরো বলেছেন, ‘একজন হৃদরোগী ও মুখ পুড়ে যাওয়া থেকে বেঁচে যাওয়া মানুষ হিসেবে প্রতিটি প্রতিবন্ধীতায় আক্রান্ত মানুষকে উপস্থাপন করি। তাদের প্রত্যেকের সঙ্গেই আমি আছি, যারা নিজেকে বাইরের লোক মনে করেন বা পরাজিত ভাবেন।’

বিশ্বকে আগের মতোই সারাজীবনভর উৎসাহ প্রদানের মাধ্যমে মানুষকে তৈরি করা ও ওপরে ওঠার প্রেরণাগুলোর মাধ্যমে সাহায্য করে যাবেন তিনি। বলেছেন, ‘নিরাময় বা আরোগ্য লাভের জন্য সবখানে অনেক হৃদয় আছে।’

জীবনে তার আরো অনেক গল্প। পেসমেকার বসানোর পর চিকিৎসকরা নাচতে ভালোবাসা মেয়েটিকে বলে দিয়েছিলেন, তিনি আর কোনোদিনও নাচতে পারবেন না। তবে কখনো কোনোকিছুতে হার মানেননি। বলেছেন, ‘আমি সত্যিকারভাবে বিশ্বাস করি, আপনার উত্তরাধিকার নির্ধারিত হয় কীভাবে অন্যদের অনুভূতিগুলোকে পূরণ করছেন ও সারাজীবনভর কী ভালো পার্থক্যগুলো গড়ে দিতে পারছেন।’ এরপর মোটে ১৫ বছর বয়সে নিজে একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন ও সমাজ এবং মানুষের ভালোর জন্য কাজ শুরু করেন।

শ্রী শেইনি মিস ইন্ডিয়া প্রথম ১৩ জনে থাকার পর চলে যাওয়ার পর কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, পিতৃভূমি ভারতকেও তুলে ধরেছেন বিশ্ব সুন্দরীদের সেরা আসরে। একাকে দুই, দুটি সম্মাননা লাভের পর বলেছেন, ‘৩৩৩ মিলিয়ন আমেরিকানের প্রতিনিধিত্ব করেছি গর্বিতভাবে ও কোটি, কোটি ভারতীয়কে তুলে ধরেছি সারাবিশ্ব জুড়ে যারা থাকেন।’

এর আগে অভিবাসী পরিবারের মেয়েটি ‘মিস ইন্ডিয়া ওয়াল্র্ডওয়াইড ২০১৮’ নির্বাচিত হয়েছেন। তাকে নিয়ে সেই আয়োজকরা বলেছেন, ‘তিনি দেখিয়েছেন, ভারতের বাইরে এই দেশে যে মেয়েরা বাস করেন, তারাও তাদের দেশকে বিশ্ব আসরে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরতে পারেন। আমরা দেখতে পাচ্ছি, অদূর ভবিষ্যতে ভারতের বাইরে বাস করা এই দেশের মেয়েরা মিস ওয়াল্র্ড ও মিস ইউনিভার্স পদকগুলো জয় করবে।’

আসরটি বসেছিল নিউ জার্সি অঙ্গরাজ্যের ফোর্ড শহরে। ছিল ২৭তম। আয়োজন করেছিল নিউ ইয়কনির্ভর ‘ইন্ডিয়া ফেস্টিভ্যাল কমিটি’ বা ভারতীয় উৎসব সমিতি। সংক্ষেপে ‘আইএফসি’। এটিই ভারতীয় দিয়াসপুরা কমিউনিটি নামের সেখানকার ভারতীয় একটি সমাজের সবচেয়ে পুরোনো ও সবচেয়ে বড় উৎসব। তখন শেইনির বয়স ছিল ২২ বছর। বলেছিলেন জয়লাভের পর, তার স্বপ্ন একটি বিশ্ব পদকের জন্য লড়বেন। এই স্বপ্নটি দেখতে শুরু করেছিলেন প্রাথমিকে লেখাপড়ার সময়। সেবার সারা দুনিয়ার ১৭টি দেশের ভারতীয় মেয়েরা বাষিক সুন্দরী প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত