রাজশাহী ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি, ২২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো
রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মুনসুর রহমান (৪৫), হাসানুজ্জামান হিমেল (৩৮), তৌফিকুল ইসলাম চাঁদ (৪৫), মো. মহাসীন (৫০), মো. সাইরুল (২৬), রজব (৩২), বিপ্লব (৩৫), মো. মমিন (৩০) ও আরিফুল ইসলাম (২৬)। এদের মধ্যে মমিন ও আরিফুল পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—লাল মোহাম্মদ ওরফে লালু (৩৮), মাহাবুল হোসেন (৪২), সাত্তার (৪৫), সাজ্জাদ হোসেন (৩৮), বখতিয়ার আলম রানা ওরফে রংলাল (৩৫), হাসান আলী (৩২), মাসুদ (৩৫), রাসেল (৩২), রাজা (৩২), মর্তুজা (৩০), সুমন (৩০), আসাদুল (২২), আখতারুল (২৫), জইদুর রহমান (৪৮), ফরমান আলী (৪০), জয়নাল আবেদিন (২৫), রাজু আহমেদ (২৮), আকবর আলী (৪৫), সম্রাট হোসেন (১৯), টিয়া আলম (৩০), আজাদ হোসেন (৩৫) ও মো. মাসুম (২৬)। এদের মধ্যে আজাদ ও মাসুম পলাতক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মো. মুনসুর রহমান (৪৫) রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপিপন্থী কাউন্সিলর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম বলেন, করোনার কারণে মামলায় রায়ের তারিখ ১৩ বার পরিবর্তন করা হয়েছে।
রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামি পক্ষ আপিল করবে বলে জানিয়েছে। আসামিরা রায় ঘোষণার তারিখ থেকে সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।
শাহিন আলম রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন ।