ব্যাংকারদের ন্যূনতম বেতন প্রশ্নে শুনানি ২ মার্চ
বাংলাদেশ ব্যাংক বেসরকারি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। উচ্চ আদালতের ওই রুলের শুনানির জন্য দিন ধার্য ছিল আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি)। তবে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।
শুনানির জন্য নির্ধারিত দিনে আজ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন এই দিন ধার্য করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী আদেশের বিষয়টি জানিয়ে বলেন, আদালতে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী সিদ্দিকুর রহমান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী ও ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটিং অ্যান্ড ব্যাংকিং সেক্টরের মো. ফরহাদ বিন হোসাইন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
রিটকারী আইনজীবী সাইফুর রহমান রাহী জানান, মামলার শুনানির জন্য প্রস্তুতির দরকার উল্লেখ করে সময় আবেদন করেন আদালতে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ফিদা এম কামাল। তিনি দুই সপ্তাহের সময় প্রার্থনা করলে আদালত এক সপ্তাহ সময় দেন।
বিনিয়োগকারী ফরহাদ বিন হোসেনের জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।
এ ছাড়াও এ বিষয়ে শুনানির জন্য চারজন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী/আদালত বন্ধু) নিয়োগ দেয় হাইকোর্ট। তারা হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী।
এরপর গত ২০ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে দেশে কর্মরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায় বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের অ্যান্ট্রি লেভেল কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা। তবে শিক্ষানবিশকাল শেষে কর্মকর্তাদের ন্যূনতম ৩৯ হাজার টাকা বেতন-ভাতা দিতে হবে। পাশাপাশি নিরাপত্তা কর্মী, বার্তা বাহক, পরিচ্ছন্নতা কর্মীসহ অন্যদের সর্বনিম্ন বেতনও নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্মচারীদের প্রারম্ভিক বেতন-ভাতা হবে সর্বনিম্ন ২৪ হাজার টাকা। চলতি বছরের মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। পরে বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে গত ১ ফেব্রুয়ারি এ বিজ্ঞপ্তি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক।
এমএ/এসআইএইচ