সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ।

প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।

ট্রাইব্যুনালে বলা হয়, প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও অগাস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

এদিকে এসব কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা ৭০৮। নিহতের সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান।

Header Ad
Header Ad

প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) ২০২৫-এ গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

নিজের প্রথম ড্রাফটে নাম দিয়ে বাজিমাত করেছেন এই টাইগার পেসার। ৫০ হাজার ডলার মূল্যে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। দলের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানে খেলার নতুন মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তার।

অন্যদিকে, বাংলাদেশের জনপ্রিয় পেসার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান প্লাটিনাম ক্যাটাগরি থেকে অবিক্রিত থাকলেও, ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদও দল পাননি। তবে, ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে অবিক্রিত খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ রয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

জাতীয় দলে অভিষেকের পর থেকেই রানে আলো ছড়াচ্ছেন নাহিদ রানা। গত বছর পাকিস্তানে দুই টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি, যেখানে এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। সেই পারফরম্যান্সই হয়তো পেশোয়ার জালমিকে আকৃষ্ট করেছে।

বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ রানা। ৬ ম্যাচে ২৩ ওভার বল করে ৯ উইকেট শিকার করেছেন, যার গড় ২০ দশমিক ৩৩।

Header Ad
Header Ad

সচিবালয়ের সামনে আমরণ অনশনের ডাক এসআইদের

দাবি আদায় না হওয়ায় সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা । ছবি: সংগৃহীত

চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই)। যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনের আব্দুল গনি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দাবি আদায় না হওয়ায় এক সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন, ‘বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনবহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা আজ সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

তিনি বলেন, ‘সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনও সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করবো।’
আজ দুপুরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা প্রশিক্ষণে অংশ নেই। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর নানা কারণ দেখিয়ে আমাদের চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়।

এ সময় সাজিদুল ইসলাম নামে একজন বলেন, ‘বিভিন্ন ছোট ছোট কারণে ট্রেনিং সম্পন্ন করে পোস্টিং দেওয়ার পরিবর্তে আমাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়েছে। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য তিন জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য আট জনকে বাদ দেওয়া হয়েছে।’

Header Ad
Header Ad

সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সচিবালয় ঘেরাও করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে সচিবালয়ের সামনে অবস্থান নেন। অনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় করে সচিবালয়ে পৌঁছান। এসময় তাদের মধ্যে কয়েকজন স্যালাইন নিয়ে ছিলেন।

এর আগে, বিকেল ৪টায় শিক্ষার্থীরা সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিনটি দাবির জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেন। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা দেন।

দুপুর ১.৩০টায় অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে, যদি মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন না, তবে তারা সচিবালয় ঘেরাও করবেন। দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি জারি করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জানিয়েছেন, আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দাবি পূরণের রূপরেখা নির্ধারিত হবে।

তবে, শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের চিঠি সংশোধনের প্রস্তাব দেন এবং তাদের আল্টিমেটাম অনুযায়ী লিখিতভাবে দাবি মেনে নেওয়ার অঙ্গীকার না করলে অনশন ভাঙবেন না এবং বিকেল ৪টায় সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করবেন। দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়ায় শিক্ষার্থীরা বিকেল ৪টায় সচিবালয়ের দিকে রওনা দেন।

রোববার থেকে শুরু হওয়া তিন দফা আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা অনশন করছেন। তাদের প্রধান দাবিগুলো হচ্ছে— সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা, এবং অস্থায়ী আবাসন না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা প্রদান।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১৫-২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে আমরণ অনশনের ডাক এসআইদের
সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!